কিছু আগোছালো আলাপ আমার কাজের পরিবেশ নিয়ে:
*বাংলাদেশে professional environment এ এই internshipটাই আমার প্রথম অভিজ্বতা এখানে কাজ করার। কাজ করছি খুব নামি দামি একটা এনজিওতে। বেশ কিছু নুতন experienceর সমুক্ষীণ হচ্ছি, আজকের লেখা তাই নিয়ে:
১। মোটামুটি সবাই আমার বিয়ে হয়েছে কিনা জানতে চায় আর জানতে চায় আমার দেশের বাড়ি কই। আমি অবিবাহিত শুনলে মহিলাদের কাছ থেকে দুই রকমের response পাই: এক দল আমাকে বিবাহ সংক্রান্ত উপদেশ দেয় ( কাকে বিয়ে করবা, কবে) আর আরেক দল পরিচিত "সুপাএের" কথা বলে।
২। যারা আয়া-পিয়ন, দারওয়ান তাদেরকে অনেকেই নূণ্যতম সম্মান দেখায় না।
৩। খুব ব্যক্তিগত প্রশ্ন করা খুবই নরমাল।
৪।
This one might be a personal experience, but young men from work keep asking me out to lunch and go to excursions outside Dhaka. I have already been asked to go to Jahangirnogor university, Coxbazar and Sylhet. I keep denying them politely. Seriously who do they think they are? Who do they think I am? Just because আমি বাইরে পড়াশুনা করেছি বলে আমার জন্য social rules and customs apply kore na?
আজকের মত এই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।