কি আর বলবো!
সকাল ৯টা ৫০
রিপোর্ট সাব্মিটেড্?
নোওওও। ডাটা এনালাইসিস করতেসি। বিরক্তিকর।
কার?
কার মানে?
কার ডাটা এনালাইসিস করছেন?
ওওও! আমার রিপোর্টের।
আবার কিসের এনালাইসিস?
কোন প্রবলেমের কত পার্সেন্ট..
তাহলে তোমার বসের কাজ কি?
নিজেকে শো করা।
আর ঢং করে বেড়ানো..। বেয়াদব একটা মহিলা।
কার সাথে বেয়াদবি করলো?
ঐ হলো।
তো এনালাইসিস কেমন মনে হচ্ছে?
মাথা খিবিডি করতেসে!
গুড।
১১টা ২৮
ডাটা এনালাইসিস শেষ।
কি মজা..!
এখন কি ছুটি?
আর কিছু?
গরম গরম রুটি..
গরম গরম পরটা। আমি এখন পরটা আর ভেজিটেবল খাব।
আমার সকালের নাস্তা। কিন্তু ডিম দিয়ে। নট ভেজি।
ভেজি রান্না করা শিখতে হবে।
অনেক ইযি। আপনি ট্রাই করলেই পারবেন।
হুম্ম্। বাসায় এমন টায়ার্ড লাগে আর কিছু করতে ইচ্ছা করেনা।
আর টিভি অন করলেতো কিছুই হয়না
১২টা ৩১
হাই...
হ্যালো..
চেন্জ ইওর স্ট্যাটাস..
কেন?
পেইন শেষ হয়না?
নাহ্। আগে কি সুন্দর দিন কাটাইতাম..
৩টা ১
ক্যান? আগে কি করা হোতো?
মেসে থাকতাম, পরাশুনা ছিলনা, অফিসে এতো পেইন ছিলোনা..
আর নো টেনশন, ডু মাস্তি..। লান্চ শেষ?
হুম্ম্। এখন চুইংগাম খাচ্ছি।
গুড গুড।
মেন্টোস। দেমাগের বাত্তি দরকার।
আর দরকার নাই। বেশি হলে ফিউয হয়ে জাবে।
কেলা? আমার কি এখন বেশি আছে বুঝি!?
তা তো আছেই।
এতো কাজ, পরাশুনা, নতুন বাসার কাজ, টেনশন। বেশি না থাকলে কি আর হোতো..
কি বলো? বাসাই তো সবকিছু..। মজার ব্যাপার হলো সুখের দিনগুলোতে বাসায় একদম যেতে ইচ্ছা করতোনা। আর এখন মনে হয় বাসায় গেলেই শান্তি।
সুখের দিনগুলো কৈ গেল? আর এখন কি সুখের দিন নাই? না শেষ?
এখন বিরতি।
এখন দিনগুলো আসছে বলেই বুঝতে পারছি তখন সুখের দিন ছিল।
ট্রু! মানুষ কোন জিনিস না হারানো পর্যন্ত সেটার ভ্যালু বুঝেনা।
কিন্তু আমি এন্জয় ও করছি। মানিয়ে চলতে চেষ্টা করছি। কিন্তু আগের মত আর জোশ পাইনা কিছুতেই..।
হুমম্
তুমি সুমনকে দেখসিলা না? ও তো গতকাল চলে গেল। চট্টগ্রাম ট্রান্সফার্ড। অবশ্য অনেকদিন ধরেই ট্রাই করছিল।
ওও।
এখন লাইফটা আরো বোরিং হয়ে গেল।
কেন? আর কারো সাথে জোগাজোগ নাই?
আমরা তিনজন সবসময় একসাথে থাকতাম। আমি, সুমন আর ফরহাদ। প্রায় সময়ই সুমন ফোন করে আমাদেরকে বের করতো।
আসলে সাডেনলি সবকিছু কেমন যেন হয়ে গেল।
এখন এক্সিডেন্টের পর ফরহাদ অনেক রিযার্ভ্ড হয়ে গেছে।
তাও সুমনের জন্য হত। এখন ও চলে গেল।
না না এটা ঠিক না। মজা অনেক কিছু হয়ে গেছে।
http://link.songs.pk/song1.php?songid=5144
আমার আর ফরহাদের মাঝে একটু এটিচ্যুড প্রবলেম আছে।
সুমন ঐটা ফিলাপ করতো।
হুমম্। সেটা আমিও টের পেয়েছিলাম। আসলে নিজের মনের মত মানুষ পাবার পর সে চলে গেলে অনেক কষ্ট লাগে। আর আপনার নেচার অনেকটা আমার মত।
সবার সাথেই মিশতে পারবো। কিন্তু সবকিছুর জন্য একজনই। সো আই ক্যান আন্ডার্স্ট্যান্ড ওয়াটেভার ইউ ফিল। নাইস সন্গ।
নাহ্।
আমার ম্যাক্স টাইমে একজনও থাকেনা। জেইল সিনেমার গান এটা। আর আমি সবকিছু শেয়ার ও করিনা। ডোন্নো হোয়াই! আর ইদানিং বাসায় আসার পর কিছু করতে ইচ্ছা করেনা। ফোন ও না।
তবে এক্সিডেন্টের কাহিনিটা আমি শুধু ৪ জনের সাথে শেয়ার করেছিলাম। আর তুমি তাদের মধ্যে একজন।
। জানিনা, কিন্তু আপনাদের গ্রুপটাকে আমি অনেক মিস করি। আপনারা সবাই খুব ভাল।
কিন্তু কেন যে সব এমন হয়ে গেল!?
আমার আরো ২/৩টা সার্কেল আছে। কিন্তু এই সার্কেলটা সবচেয়ে নতুন। আর এদের সাথেই সবচেয়ে বাশি টাইম পাস করতাম।
গুড
আম্মু আমার এই সার্কেলকে একটু হিংসা করতো। ওদের জন্য আমি আম্মুকে টাইম দিতামনা বলে।
হুমম্। এইটা আপনি বলেছিলেন। আচ্ছা, সুমন ভাইয়াতো চলেই গেল। ফরহাদ ভাইয়ার কি অবস্থা?
খারাপ লাগছিল। ওরা খুব এ্যাটাচ্ড ছিল।
ও সুমনকে মানা করেছিল যেতে। প্রায় ১০ বছর। ফরহাদের অনেক আকামের সাক্ষি সুমন। ওর বৌয়ের সার্কেলের সাথেও ক্লোয। বুঝতেই পারছো..।
হুমম্
আবার সুমনের অনেক ফ্রেন্ডের সাথে আমি ওর থেকেও ক্লোয। কিন্তু ফ্রেন্ডশিপ হয়েছিল ওর মাধ্যমে।
আসলে কার মাধ্যমে জে কি হয় বলা মুশ্কিল।
। যেমন তোমার আর আমারটা ফরহাদের মাধ্যমে..
হা হা হা।
কিন্তু যার জন্য হল তারই তো কোন খবর নাই।
কি খবর লাগবে? তোমাকে তো বলেছিল আক্সিডেন্টের ঘটনা।
কিছুনা। কোন খবর লাগবেনা।
।
আমার একটা জিনিস হলো আমি কাউকে জোর করে কিছু করিনা। কেউ কিছু করতে চাইলে করবে, না করলে নাই। যদি কেউ নিজে থেকে কিছু না বলে আমি শুনতেও চাইনা।
অবশ্য সেটা আমি টের পেয়েছি আগেই।
কোনটা? আসছি....
ওকে।
৪টা ১৭
ব্যাক। কি কোনটা?
লিভিং অফিস..
ওকে।
আজ একটু শপিংএ যাচ্ছি রুপার সাথে। ওকে টেইক কেয়ার বাই..
আল্লাহাফেয। বাই..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।