আমাদের কথা খুঁজে নিন

   

আমার জীবনে প্রায়ই ঘটে, এমন কিছু ঘটনা। অনেকেই যেগুলোকে আধি-ভৌতিক ঘটনা হিসেবে ধরে নেয়।

A Hero will Rise Up Just In Time মানুষের জীবনে অনেক কিছু ঘটে যার কোন ব্যাখ্যা দেয়া যায় না। না, আমি কোন ভৌতিক বিষয় নিয়ে কথা বলছিনা। তবে মানুষের জীবনে এমন কিছু ঘটে যা অনেকেই আধিভৌতিক ঘটনা বলে ধরে নেয়। আচ্ছা বাদ দিই ওসব কথা। আমার জীবনে বেশ কিছু সাধারন ঘটনা প্রায়ই ঘটে যেগুলো আমার জন্য খুবই বিরক্তিকর।

যেমন, সমস্যা ১ : প্রায়ই রাতে ঘুমাতে গেলে, ঘুম আসে আমার অনেক দেরী করে। হয়তো তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে, হঠাৎ মনে হলো কেউ আমার গলা চেপে ধরেছে। মনে হয়, দম বের হয়ে আসবে আমার এক্ষুনি। হাঁসফাস করে উঠি। মনে হয় হয়তো মারা যাচ্ছি আমি।

হয়ত ব্যাপারটা বেশ সময় ধরেই আমাকে কষ্ট দিত কিন্তু এরকম হলেই, সাথে সাথেই লাফ দিয়ে উঠে বসি আমি। কয়েক সেকেন্ড হয়তো খারাপ লাগা ভাবটা থাকে, তারপর ঠিক হয়ে যায়। সুস্থ ভাবটা আবার ফিরে আসে আমার মধ্যে। রিলাক্স হয়ে আবার শুয়ে পড়ি। সাধারন মানুষের ব্যাখ্যা: বোবায় ধরেছিল।

বোবা জিনিষটা কি আমার জানা নাই। আমি শুধু জানি এটা আমার কোন মানসিক সমস্যা। নিজের এই সমস্যা হয়তো আমি নিজেই একদিন কাটিয়ে উঠতে পারবো। বোবা লেজ গুটিয়ে পালাতে দিশা পাবেনা তখন। সমস্যা ২ : এটাও ঘুম নিয়েই।

তন্দ্রাচ্ছন্ন ভাবটা এসেছে, হঠাৎ মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারছিনা। একটু বাতাসের জন্য ছটফট করে উঠি। মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবো এক্ষুনি। সমস্যা কিছুটা আগেরটার মতোই। সমাধানও।

ব্যাপারটা ঘটলেই লাফিয়ে উঠে বসি তাড়াতাড়ি। ঠিক হয়ে যায় কয়েক মূহুর্তের মধ্যে। সাধারন মানুষের ব্যাখ্যা: এটাও অনেকেই বোবায় ধরা হিসেবেই চিহ্নিত করে। কিন্তু আমার ব্যাখ্যা একই। বোবারে পোছার টাইম নাইক্কা।

যাক সমস্যার কথা। কাল রাতের একটা ঘটনা বলি। আমি রাত ২-৩ টা পর্যন্ত নেটে থাকি। সাধারনত ২টা পর্যন্ত। কাল ২.৩০ পর্যন্ত ছিলাম।

তারপর ঘুমাতে গেছি। ঘুম আসছে না। হঠাৎ (রাত ৩ টার পর), শুনলাম আমার ঘরের পিছনে যে বারান্দা আছে সেদিক থেকে একটা মোবাইলের রিংটোনের শব্দ আসছে। আমাদের কারও মোবাইলের রিংটোন না। উঠে দরজা খুলে পিছনের বারান্দায় গেলাম।

বোঝা গেল, পাশের বাসার কারো মোবাইল বাজছে। হঠাৎ আমাদের সার্ভেন্ট কোয়ার্টারের দিক থেকে একটা শব্দ পেলাম। ওদিকে তাকাতেই দেখতে পেলাম, আমাদের কাজের ছেলেটোর মা ওদের বাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এত রাতে উনি বাইরে কেন বুঝলাম না। হয়ত বাথরুম করতে বের হয়েছে।

(সার্ভেট কোয়াটারের বাথরুম ওদের বাসার একটু বাইরে)। এসে শুয়ে পড়লাম। সকালে আমি কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম, "তোমার মা কি রাত ৩টার দিকে বাইরে বের হয়েছিল?" ছেলেটা আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলো। তারপর বললো, "আমার মা-তো ২ দিন আগে দেশে গেছে। আজ আসবে।

আপনি জানেন না?" তাইতো ! আমি তো জানি। তাহলে কাল আমার মনে পড়ল না কেন? তাহলে কাল রাতে আমি কাকে দেখলাম? সাধারন মানুষের ব্যাখ্যা: কাজের ছেলেটার মায়ের রুপ ধরে কোন জ্বীন বা ভুত ছিল ওটা। আমার ব্যখ্যা: কোন ব্যখ্যা নাই। এখানে টিনটিন নীরব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।