আমাদের কথা খুঁজে নিন

   

বিভক্তি অথবা বিচ্ছিন্নতার গল্প(প্রসঙ্গ :ঢাকা )

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন ঢাকা । আজব শহর ঢাকা । বায়ান্ন বাজার আর তিপ্পান্ন গলির ঢাকা ।

বাংলাদেশের রাজধানী ঢাকা,এদেশের সবচে বড় শহরটাও ঢাকা । সবচে জ্যামের নগরী ঢাকা । দ্রৌপদী ঢাকা,প্রেরণার ঢাকা । বাংলাদেশের রাজধানী ঢাকা ৪০০ বছরের পুরনো এক শহর । স্রোতস্বিনী বুড়িগঙ্গার আত্বজা ঢাকা নগরী ।

কালের বিবর্তনে আজকের অবস্থানে দাঁড়িয়ে । ঢাকাকে ঘিরেই এদেশের অর্থনীতি,রাজনীতির পরিচালন । আয়তনের দিক থেকে বেশি বড় না হলেও জনসংখ্যার দিক থেকে ঢাকা বিশ্বের বৃহত্তম নগরীগুলোর একটি । লাখো কোটি মানুষের এই ভিড়কে সামাল দিচ্ছে ঢাকা নগরী রাণী নয় অথবা কোন বাদশার বেগম নয় বরং এক ভিখিরিনীর বেশে । তবুওতো চলছে,জীবন কাটছে মানুষের ।

শত অভিযোগ মাথায় নিয়েও ঢাকা দাঁড়িয়ে আছে ঐতিহ্যের গৌরব ও আভিজাত্য নিয়ে । সেই ঢাকাকে ভেঙ্গে দুভাগ করা হচ্ছে । সংসদে বিলও পাস হয়ে গেছে । এটি সঠিক না ভুল সিদ্ধান্ত সেটা সময়ই বলে দেবে । তবে এই ঘটনা যে ঢাকাবাসীর হৃদয়কেও ভেঙ্গে ফেলবে তা জলের মত পরিষ্কার ।

আমি ঢাকার অধিবাসী নই । এটা আমার কোন আত্মীয় শহরও নয় । ঢাকাকে আমার দেখা ক্ষণিকের জন্য । তাতেই এর প্রেমে আমি মশগুল । হয়তো এটি লন্ডন বা প্যারিসের মতো এতো রূপসী নয় তবুও তার সরলতায় আমি মুগ্ধ ।

ঢাকাকে দুভাগ করে ফেলার মাধ্যমে সেই সরলতাকে বিসর্জন দেয়া হলো । পুনশ্চঃ ঢাকাকে দুভাগ করে দেয়ার মতো সিদ্ধান্ত থেকে সরকার সরে এসে এর নাগরিক সুযোগ সুবিধার দিকে নজর দেবে বলে আশা করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।