আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদমাধ্যমের চামচামি আর জাতিগত বিভক্তি

জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো ১) প্রথম আলোর একটা সংবাদের হেডলাইনে দেখলাম লিখেছে ---- “ ব্যর্থতার দায়ভার কিছুটা কমল বাংলাদেশের “ ,,, কারনটা পড়ে দেখলাম রাষ্ট্রর ব্যর্থতার সূচক নাকি কিছুটা কমেছে ।

আমার প্রশ্ন হইল এর সাথে জাতিগত ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতার দায়ভার শব্দটার সম্পর্ক কোথায় পাওয়া গেল ? ২ ) বেশকিছুদিন থেকে লক্ষ্য করছি, ব্যক্তিগত খ্যাতিকে কাজে লাগানোর জন্য কিছু মানুষের উদ্ভট মূল্যবোধ বা মনগড়া মূল্যায়ন প্রকাশ করার ধুম লেগেছে কালের কণ্ঠ বা সমকালে । প্রথম আলো অনেক আগেই এতে নোবেল পাবার মত যোগ্যতা অর্জন করেছে । এক্ষেত্রে কখন কোন মূল্যবোধকে মানুষের কাছে পৌছানো হলে জাতিগতভাবে সম্ভাবনার দুয়ারটা খুলবে সেসব থোড়াই কেয়ার নামজাদা সংবাদমাধ্যমগুলোর । বড় বড় নাম থাকলেই যা বলবেন তাই ছাপাবে এরকমই হয়ে আসছে । ৩)সংবাদমাধ্যমের কাজউ হল সময়োপযোগী বিতর্ক তৈরী করা যাতে মানুষের কাছে সঠিক যুক্তির ক্ষেত্রে একাধিক পসিবল অপশন খোলা থাকে ।

কিন্তু আমাদের দেশের সংবাদমাধ্যম কোন বিতর্ক তেরী করা দূরে থাক ,,, আগে থেকেই একপক্ষীয় বক্তব্য শুরু করে সংখ্যার কাটতি বাড়াতে ওস্তাদ । এক সংবাদেরই হাজার রকম ব্যখ্যা দাড়িয়ে যায় পেশাগত শত্রুতার ফল হিসাবে । শুধু মাত্র সাংবাদিক নির্যাতনের ঘটনা ছাড়া তাদের মধ্যে কোন মতৈক্য লক্ষ করিনা । রাজনীতিবীদদের ছোবল আমাদের জাতিগত ভাবে হাজার বছর অন্ধকূপে বন্ধ রেখেছে। আবার সংবাদমাধ্যমও যদি কালো ব্যবসা আর রতিরঙ্গর রঙ্গবাজি দেখানো শুরু করে না জানি কোথায় কি ইতিহাস পুনরায় ফিরে আসে ।

উদ্ভট সংবাদমাধ্যমের পিঠে চলেছে স্বদেশ । কিচ্ছু বলার নাই । বাংলাদেশের সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের যে ঐতিহ্য তা দিয়ে রোজ রোজ অফিস ফেরত কেরানীর রাশিফলের যোগান দেওয়া সম্ভব কিন্তু সামাজিক আন্দোলন কখনও নয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.