আমাদের কথা খুঁজে নিন

   

বিভক্তি রেখা

কবিতা

বিভক্তি রেখা শাহাদাৎ তৈয়ব যে আকাশ আমি মুহুর্মুহ ভেঙ্গে পড়ি ব্যাথা সইতে পারি না যে দুঃখ নীলিমা যে আলোয় আমি তাকালে তুমি খোঁজো ভবিষ্যৎ তবু আজ অগ্নি ঝরাই সূর্যে মেঘে বরফের দাহনে তিরতিরে বইতে পারি যে প্রাণের বায়ু তোমার ইচ্ছেরা আমার শিরায় শিরায় বেপরোয়া ঢালেছ বিষ তাই পুড়ে পুড়ে জ্বালিয়ে যাই নিঃশব্দে নীরবে আমি মাটি বলেই যে উদারতাকে দূর্বলতা ভাবো সে আর উদগিরণ করবে না জীবিকা জীবন জন্ম রস হয়ে তোমাকে দেখালাম পৃথিবী যে পানি, বুকে গলায় তার টেনেছো লাগাম প্রতিমুহূরতে হত্যা করছো তার প্রাণের স্রোত আগুন, আগুন হয়েছি বেআব্রু হয়েছি কিনা জানি না তারচে কী ভয়ানক তোমার হাতে এক চোখ কানা হয়ে গেছে তার সে এখন সমস্ত সত্য পুড়ে খায় জীবনের মতো সমস্ত হাসিকে পুড়ে খায় শুধু এক গোলাম বলে তাকিয়ে থাকতে হয় আকাশের মতো পাহাড়ের মতো মানুষ পরাধীন হলে সবকিছুই পরাধীন হয়ে পড়ে বিভক্ত হয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।