নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই একদিন ঠিকই ক্যারামেল টেবিলে বসে গেল মানুষ নামক বিভক্ত প্রজাতি; বাণিজ্যের শর্তাবলী নিয়ে; ধবলকারক খুব প্রয়োজন হয়েছে তাদের আজন্ম সূর্য ঠেকিয়েছে যারা সবল চামড়ায়, বৈদুতিন প্রচারে এস্কিমোরাও জানল ইগলুতে এসির হাওয়া খুব স্বাস্থ্যকর এর ভেতরও দেশের সংখ্যা বাড়ছে হুহু করে, জাতীয় সঙ্গীত শুনে লজ্জা লাগছে, ওরা শুধু ওর ছোট মাটির গুণকীর্তন করল আর বড় এক ফ্যাব্রিক কেটে আড়াইশ পতাকা কে কার উপরে ওঠে সেসব কনটেস্ট, জন্মেছিল সহোদর গ্রহে এরকম কথা ভুলে গিয়েছে সবাই --- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।