বিজ্ঞানী শিমুল "বিবেকহীন জাতীর বিবেক জাগিয়ে তোলার চেয়ে একটা বানরকে চেঁছে মানুষের শেইপে নেয়া অধিকতর সহজ। "
মানুষের যেমন জেন্ডার নিরপেক্ষ নয় (হিজড়াদের বাদ দিয়ে), তেমনি তারা রাজনৈতিক ক্ষেত্রেও নিরপেক্ষ নয়। অনেকে নিজেদের রাজনৈতিক ভাবে নিরপেক্ষ প্রমাণ করতে চায়। কিন্তু আসলে যারা এই নিরপেক্ষবাদের কথা বলে তারাও সবাই একটা পক্ষের। ওসব লোক যখন যার ভুল পায় তার গঠনমূলক সমালোচনা করে।
আবার কিছু কিছু লোক অশ্লীল ভাষায় সমালোচনা করে।
যারা গঠনমূলক সমালোচনা করে তাদের আমরা আদর করে সুশীল বলে ডাকি। আর বাকীদের চুচিল বলা হয়। কারণ, শেষোক্তদের কথাবার্তায় চ-বর্গীয় শব্দের উপস্থিতি খুব বেশি পরিমাণে দেখা যায়। এখন আপনারাই চিন্তা করেন কার কোনটা পছন্দ।
তবে আমরা বাঙ্গালীরা সবাই সুবিধাবাদী দলের অন্তর্ভুক্ত। যতদিন না আমরা নিরপেক্ষবাদ, সুবিধাবাদ ইত্যাদি ইত্যাদি বিসর্জন করতে পারব, ততদিন আমাদের জাতীয় চেতনা কাঁঠাল পাতার ভক্ত থেকে যাবে। তবে চলমান ধারার কোন রাজনীতিবিদই অনেকে পছন্দের তালিকায় নেই। তাই বলে কেউই নিরপেক্ষ নয় কথাটি মিথ্যা প্রমাণিত হয় না।
শেষকথা, হিজড়ারাও কিন্তু সুযোগ পেলে মাঝে মাঝে নিজেদেরকে ছেলে কিংবা মেয়ে হিসেবে উপস্থাপন করতে চায়।
যদিও তাদের কিছুই করার থাকেনা। তেমনভাবে, নিরপেক্ষবাদীরাও তেমন সুবিধা করতে পারেনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।