যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। গোটাবিশ্বে উচুস্তরের মানুষের আমি একটা নীতিমালা দেখতে পাচ্ছি।
আর তা হলো উচুস্তরের মানুষেরা ভাবেন ছোটস্তরের মানুষকে ছোট বা হেয় করা দেখায় তাদের উচুস্তরের মান রক্ষা হয়। আর এরুপ ধারনা তাদের কতটা ভূল তা তারা জানে না। আর না জানার ধরুন তারা প্রমানীত হয় জগত শ্রেষ্ঠ গর্দভ,পশু,জন্তু,হিংস্রপ্রাণী। কারন,উচুস্তরের মানুষ যে বিলাস বহুল জীবনযাপন করছে তার সম্পুর্ণ ভর বহন করছে নীচু স্তরের মানুষ। একবার যদি উচুস্তরের মানুষ ভেবে দেখতেন নীচুস্তরের মানুষ ছাড়া তাদের অবস্হান কোথায়?।
তাহলে নিশ্চয় তারা খুঁজে পেতেন তাদেরকে সহায়হীন অবস্হানে। কারন,তারা যা কিছুই করেন তার পিছনে আছেন নীচু স্তরের মানুষ। তারা যে খাবার খান সে খাবার রান্না করার পেছনে,তারা যে বিলাস বহুল বিছানায় ঘুমান সে বিছানা সাজগুজ করার পেছনে রয়েছেন নীচু স্তরের মানুষ। আর শুধুই কী তাই,এখন তারা যে অট্রালিকায় বা বিল্ডিং এ আছে সেটাও নীচু স্তরের মানুষের হাতে গড়া তৈরী। আর বিশেষত আমাদের স্বদেশে যারা উচু স্তরের মানুষ অর্থাৎ সরকার,প্রধান মন্ত্রী,মন্ত্রী পর্যায়ে আছেন যারা তারা যে বিলাস বহুল জীবনযাপন করেন।
বছরে বড় হজ্জ সহ ২/৩বার যে উমরা হজ্জ করেন। ও দেশ ভ্রমন করেন তাতে নীচুস্তরের মানুষের জন্য আরো তারা দূভোর্গ ডেকে আনেন। এমন অবস্হায় আমি মনে করি দেশের নীচু স্তরের মানুষের দূর্ভোগের জন্য দেশের উচু স্তরের মানুষই দায়ী। অথচ দেশের সরকার,প্রধান মন্ত্রী,মন্ত্রী,এমপির বর্তমান স্হানটি দিয়াছেন ঐ নীচু স্তরের চাষা,কামার,তাতী,অন্ধ,ন্যাংড়া বিক্ষুকের দল। প্রাণে বড় কষ্ট হয় ঐ অকৃতঙ্গ মানুষের জন্য যারা কৃতঙ্গ শিকার করেনা।
বরং উপকারীর ক্ষতি করেন। আর একটি দিক আমাদের স্বদেশের রাজ নীতিতে প্রচলন আছে। আর তা হলো দেশের প্রত্যেক ক্ষমতাবান সরকার চান তার দলকে মুক্তি করতে,বলবান,শক্তিশালী করতে। এতে তারা ভেবে দেখেন না, তারা এতেও পৃথিবীর শ্রেষ্ঠ গর্দভ,মূর্খ,পশু,জন্তু,হিংস্রপ্রাণী হন। কারন,জাতীর প্রতি যে জাতীর সমজ্ঞ্যান,প্রেম নাই সে জাতীর দ্বারা জাতী ক্ষতি গ্রস্হ হবেই।
আর নিশ্চয় যে জাতী দ্বারা জীব সকল ক্ষতিগ্রস্হ হয় সে জাতী অপেক্ষা নিকৃষ্ট জাতী আসমান ও জমিনের মধ্যবর্তি নাই। আসলে ‘মানুষ’ শব্দটির ভিতর যে উষ্ণতা,প্রেম ভালবাসা ব্যাপ্ত আছে তা না জানতে ক্ষমতাবান,বিলাসবহুল,উচুস্তরের মানুষের জন্য বড় বাধা হচ্ছে তাদের অন্ধত্ব। আর এই অন্ধত্ব দুরীকরনের একটাই উপায় আর তা হচ্ছে জাতীর প্রতি তাদের সমজ্ঞ্যান,সমপ্রেম রাখা। পরিশেষে বলব আমি,হে জাতীর শীর্য সম্মানীত ব্যাক্তিগন,আমরা আপনাদের প্রেমের কাঙাল,আপনাদের প্রেমের ছোঁয়া দিয়ে জাতীকে মুক্তি করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।