আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকহীন জাতীর কাছে প্রশ্ন

শুধু একজনকে নিয়ে নালিশ দিলে হইত বাকিদের অবমাননা হবে। কারণ জন্ম লঘ্ন থেকেই দেখে আসছি এই ধারা, কার কাছে নালিশ দেব ? কর্তা-ই বানায় পরে ভর্তা। দেখা যায় গোটা রসুনের এক..... থানায় পাসপোর্ট অনুসন্ধানে আসছে, তার মানে যার হাতে কাগজ লেগেছে তার ঈদ। ছিনতাইকারী তো গলায় ছুড়া হাকিয় লুট করে, আর পুলিশ ! পুলিশ, হাতে কাগজ নিয়ে। টাকা ফেল, তা হলে কাগজে লিখে দিবে আমি শুধু তাকে চিনিই না আমার মেয়ে থাকলে তার সাথে বিয়ে দিতাম। আর টাকা না দিলে কি হয়, তা আমার জানা নেই। তবে সবার মুখে আর তাদের ভাব দেখে বুঝা যায়, হইত পকেট গরম করলে লিখে দিতে পারে ......... যাক, আমার মতে আপনারা মাথায় বসে সবই দেখেন। তাই এই প্রশ্ন, সত্যি কি আমাদের করার কিছু নাই? একজন নীতিবান বাবাই আশা করতে পারে এক জন নীতিবান সন্তানের। অনৈতিকতার পিড়াই বসে বলা হইত ঠিক হবে না, আমার সন্তান মানুষের মত মানুষ হবে (!)......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।