আমাদের কথা খুঁজে নিন

   

জাতীর পিঠে লাথি প্রশাসন চুপ কেন ?



আজ পত্রিকার পাতাগুলো খুলে খুব হতাশ হলাম। ভেবেছিলাম নরপিচাশটাকে গ্রেপতার করা হয়েছে এমন একটা ছবি সহ খবর পড়তে পারবো। একটি জাতীয় দৈনিক পত্রিকায় বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী আমান এর প্রতিত্রিক্রয়া প্রকাশ করেছে। দীপ্টø কন্ঠে তিনি বলেছেন রাজাকারদের বিচার তিনি চেয়ে যাবেন। এ কথা বলতে গিয়েই জামাত শিবির এর একটি নামধারী মুক্তিযো™ব্দাদের সংগঠনে গিয়ে লাঞ্চিত হয়েছেন এই বীর মুক্তিযো™ব্দ।

খবরটা পুরাতন। আমি ভেবেছিলাম সরকার থেকে এ বিষয়ে যথাযোগ্য পদপে নেওয়া হবে। কিন্তু হতাশ হলাম কালপিটার বিরু™েব্দ এখনো কোন আইনি ব্যাস্ট’া নেওয়া হয়নি। হায় আমরা কোন দেশে বসবাস করছি দিনে দুপুরে ভরা মজলিশে শত শত মানুষের সামনে একজন বীর মুক্তি যো™ব্দাকে পেটালো কতগুলো নরপিচাশ আর আমরা চুপ করে বসে আছি। দীর্ঘ শ^াস ফেলছি।

ঐ পিচাশগুলোর কি একটুও পাটা কাপলো না একজন মুক্তিযো™ব্দার পিঠে লাথি মারতে। আমার কাছে মনে হয়েছে ওরা আমাদের গোটা জাতির পিঠে লাথি মেরেছে । আর আমরা লাথি খাওয়ার জন্য পিঠ পেতে বসে আছি। ওদের এত শক্তি কোথা থেকে আশে । মুষ্ঠিমেয় কয়েকজন রাজাকারদের কাছে স্ট^াধীনতার চেতনার প্রজল্ফ§ কি হেরে যাবে।

আজ যদি এ সরকারের কোন উপদেষ্ঠার পিঠে এভাবে লাথি মারতো কেউ সে কি রেহাই পেত। আমার বিশ^াস তাৎনিক তাকে গ্রেপতার করা হত। ঐ পিচাশগুলোকে গ্রেপতার করা হোক। এবং যে পা দিয়ে জাতীর গায়ে ওরা লাথি মেরেছে পা গুলো কেটে শহরের রাস্টøায় জুলিয়ে রাখা হোক জাতে আর কোন দিন কোন পা যাতে সাহস না পায় এ রকম কাজ করতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.