প্রদীপ হালদার,জাতিস্মর।
বাঁচতে গেলে মানুষকে energy বা শক্তি কিনতে হয়। আর সেটা যদি মানুষ কিনতে না পারে তাহলে এক সময়ে মানুষের মৃত্যু অবধারিত । সবাই ভাবে নিজের ইচ্ছায় আর নিজের চেষ্টায় আমরা প্রত্যেকে বেঁচে আছি । আর আমি বলি অন্য কথা ।
energy বিশেষ করে potential energy কিনতে হয় আর সেটা খেয়ে আমরা বেঁচে থাকি । আমরা প্রতিদিন যে শাক সবজি ভাত খাই তার মধ্যে থাকে potential energy । এই potential energy শরীরে ঢুকে kinetic energy এবং অন্যান্য energy-তে রূপান্তরিত হয় । চারদিকে কত ফলের গাছ আছে । কিন্তু জমি যার ফল গাছ তারই ।
হাত বাড়ালেই গাছের ফল পাওয়া যায় না । ফলে আছে potential energy । আমরা potential energy খাই । কিন্তু বিনা পয়সায় কোন energy বোধ হয় পাওয়া যায় না ।
আমরা বাদে অন্য প্রাণীদের potential energy কিনতে হয় না।
গাড়ি চালাতে গেলে লাগে potential energy। আর সেটা থাকে petrol বা diesel এর মধ্যে। এই শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় আর তখন গাড়ি চালানো সম্ভব । তাই বলি বাঁচতে গেলে বা জীবনকে উপভোগ করতে গেলে খাদ্য বা তেল যাই কিনি না কেন potential energy বিনা পয়সায় পাওয়া যায় না । তাই বেঁচে থাকা কঠিন ।
কিন্তু মৃত্যুর পর কোন energy কিনতে হয় না । এক potential energy কিভাবে sound energy এবং light energy নিয়ে ভূত হিসাবে কাজ করে সেটাই মানুষ জানে না । কিন্তু আমরা সবাই জানি electrical energy কিভাবে potential energy হিসাবে television -এ sound energy এবং light energy হিসাবে অর্থাৎ শব্দ এবং ছবি নিয়ে কাজ করে । আর এই কাজটা মানুষের মৃত্যুর পর ভূত বা electrical energy সেই কাজটা করে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।