আমাদের কথা খুঁজে নিন

   

আসুন বিজয়ের মাসে আফ্রিদির সাথে গলা মিলিয়ে গাই 'পাক সার জামিন সাদ বাদ'

"এইতো কিছুক্ষন আগের ঘটনা। বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টুয়েন্ট ি ম্যাচ চলাকালিন সময়ে … বাংলাদেশের আব্দুর রাজ্জাকের ক্যাচ ধরল পাকিস্তানে র শহীদ আফ্রিদি। আর তাতে বেশ খুশিই হল বাংলাদেশের উচ্ছসিত “কিছু” তরুন-তরুনী … কয়কজনকে তো রীতিমত পাকিস্তানে র পতাকা নিয়ে নাচতে দেখা গেছে। ব্যাপারটা মেনে নিতে পারি নি/ পারছি না/কখনো পারবো না। " -এই কথাগুলো ফেবুতে তামিম ইকবাল ও আরো কয়েকজনের ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে।

সত্যি করে বললে খেলা যতই খারাপ হোক, দেখা বন্ধ করিনাই। কিন্তু ঐ ঘটনাটা টিভিতে দেখার পর আর খেলা দেখার মুড হয়নাই। আমি জানি যারা পাকি সাপোর্টার আছেন তাদের কোন গালি দিয়ে লাভ নাই। তাদেরকে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন করব। প্রশ্নটা বিকালে একটা ফেবু পেজের কমেন্টে লিখেছিলাম, কেউ জবাব দেয়নি।

তাই এইখানে আবার রিপোস্ট করলাম... পাক ক্রিকেট টিমকে সাপোর্ট করা নিয়ে কোন কথা বললেই গৎবাঁধা কিছু জবাব শুনতে হয়, যেমন খেলার সাথে রাজনীতির কি সম্পর্ক, আর কতদিন অতীত ঘেঁটে বেড়াবেন, আপনাদের মত নিচু মানসিকতার পশ্চাদপদ মানুষের জন্যই দেশটার উন্নতি হয়না, পুরান ইতিহাস ফেলে সামনে তাকান... এইখানে পাক খেলোয়াড়দের ফ্যান যারা যারা আছেন তাদের পরিবারে মনেহয় কোন শহীদ/ বীরাঙ্গনা নাই। যদি থাকত তাহলে আফ্রিদিদের সাপোর্ট দেওয়ার আগে অন্তত ১০বার ভাবতেন আফ্রিদির বাবা-চাচা কেউ হয়তো ৭১'এ এদেশে গণহত্যা/ গনধর্ষন চালিয়েছে। তখন কি আপনারা পারতেন বুক ফুলিয়ে নিজেকে আফ্রিদির ফ্যান ঘোষণা দিতে? নিজেকে একবার সেই শহীদ পরিবারের সদস্যটির জায়গায় কল্পনা করুন যার বড়ভাই যুদ্ধে গেছে বলে তার বয়স্ক বাবাকে কোন চ্যাঙরা পাকসেনা লাথি দিয়ে মাটিতে ফেলে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, অমানুষিক অত্যাচারে মারা যাওয়ার আগে যাকে দেখে যেতে হয়েছে নিজের ঘরের মেয়ে-মহিলাদের উপর পশুর মত হামলে পড়া পাকসেনাদের আস্ফালন। ওরা যা যা করেছে তা বলতেও আমার রুচিতে বাঁধে। আমার পরিবারের উত্তরসূরিদের উপর ৭১'এ এরকম দূর্যোগ নেমে আসেনাই বলে আল্লাহ'র কাছে আমার অসীম কৃতজ্ঞতা।

কিন্তু তার মানে এই না যে আমি সেই শহীদপরিবারগুলোর সদস্য না। দেশের মানুষগুলোকে একবার নিজের পরিবারের সদস্য ভেবে দেখুন, তারপর বলুন যে এই আফ্রিদিপ্রেম কি আপনার নিজের পরিবারের সাথে বেঈমানী করা ছাড়া অন্য কিছু? এরপরও যদি কেউ বলেন খেলাকে রাজনীতির সাথে মিশানো উচিৎ না, তাহলে আমার আর কিছু বলার থাকেনা। ভাল থাকবেন সবাই... সবশেষে ছোট্ট একটা লিঙ্ক দিয়ে যাই। এই লোকটার কবরের উপর পাকিস্তানিরা 'গাদ্দার' লিখে রেখেছিল এটা জানতেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।