আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্য নরক যথার্থ

দ্রোহের আগুনে উঠুক জ্বলে কোথাও শব্দ, কোথাও নৈশব্দ আঁচড় কাটে স্বপ্নের বুকে। কুড়িয়ে পাওয়া জোস্না বুকে সযত্নে বয়ে বেড়াই। টুকি টাকি খড়কুটো নিয়ে স্বপ্নের ঘর বাঁধি। কোথাও ভাঙ্গে নদী, বানভাসি বৃদ্ধার আর্তনাদ। কোথাও স্বপ্ন ভাঙ্গে। পাতাল বয়ে বেড়ায় তার বোঝা নিরন্তন আমিও আজকাল পাতালে যাওয়ার চেষ্টায় আছি তোমরা ভদ্দরলোকেরা স্বর্গে যাও আমার জন্য নরক যথার্থ। ক্ষুধার্ত শিশুর কান্না শুননা, দেখনা অনাহারীর হার, মুখ ফিরিয়ে নিও যদি দেখা পাও তার নিরন্নে যার বাস । তোমরা স্বর্গে যাও আমার জন্য নরক যথার্থ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.