আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য আবেদন এর জন্য এই পোস্ট পড়েন।

জীবন মানে এ গিয়ে চলো, ভাল থাকার প্রচেষ্টায় এগিয়ে যাই। ভাই এই ভার্সিটি তে কিন্তু সেশন জট আছে ৪ বছর এর কোর্স ৬/৭ বছর লাগে। পড়ে কাইন্নদাও কাম হবেনা। জাউক গা এইডা আপনের বেপার যদি ভর্তি হইতে চান তাহলে এই পোস্ট ভাল করে পড়েন। আর ভার্সিটির ২ টা ওয়েব সাইট।

১ টা হল ভর্তি বিষয়ক আর ১ টা হল মেইন ওয়েব সাইট। আপনি যদি মেইন ওয়েব এ গিয়া সারাদিন ও ফরম খুজেন কাজ হবেনা। আবার যারা ভার্সিটি তে পড়েন তারাও অনেকে জানেনা কারন তারা হয় অন্য কাউকে দিয়া ফরম অনলিনে আবেদন করছে না হয় তারা যখন ভর্তি হইছে তখন মেনুয়ালি আবেদন করছিল তাই জানেনা। ভার্সিটির মেইন ওয়েবে আপনি ভর্তি হবার পরে ডুইকেন এখন আপনে অ্যাড মিশন এর সাইটেই গুতান। সাধারণ বোর্ডের ছাত্র/ছাত্রী ব্যতিত অন্য সকল আবেদনকারী রেজিষ্ট্রেশন মেনুর মাধ্যমে অবেদনের পূর্বে নিবন্ধন করবে।

অতঃপর আবেদন মেনুতে ক্লিক করে আবেদন সম্পন্ন করবে ভর্তির জন্য এই সাইটে যান বিস্তারিত পাবেন http://www.admission.nu-bd.net (শুধুই ভর্তি বিষয়ক)। আর ভর্তি হবার পর যাবতীয় কাজ এর জন্য আপনি http://www.nu.edu.bd এখানে কিল্কাইবেন। বাকি টুক কপি মারলাম সাধারণ বোর্ডের ছাত্র/ছাত্রী ব্যতিত অন্য সকল আবেদনকারী রেজিষ্ট্রেশন মেনুর মাধ্যমে অবেদনের পূর্বে নিবন্ধন করবে। অতঃপর আবেদন মেনুতে ক্লিক করে আবেদন সম্পন্ন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনপত্র পূরণের সময় যে সকল শিক্ষার্থী বিষয় নির্বাচন যথাযথভাবে করতে পারে নাই বা ভুল বিষয় নির্বাচন করেছে অথবা কোন বিষয়ই নির্বাচন করতে পারেনি তারা তাদের বিষয়ের পছন্দক্রম অনলাইনে আগামী ২৮শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দিতে পারবে।

উল্লেখ্য যে, ২৫শে নভেম্বরের পরে অনলাইনে নতুন কোন আবেদন করা যাবে না। শিক্ষার্থীর কোটা পূরণের ক্ষেত্রেও এ সুযোগ বহাল থাকবে। এ বিষয়ে বিস্তারিত পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ইতোমধ্যে যারা প্রবেশপত্র নিয়েছেন তাদের প্রবেশপত্রের বর্তমান অবস্থাতেই ছবি বসিয়ে কলেজে জমা দিতে হবে। ভাল থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.