আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার ইফতারে এরশাদও আমন্ত্রিত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শীর্ষ রাজনীতিবিদের এক অনুষ্ঠানে জড়ো করার এই উদ্যোগকে ‘খালেদার ইফতার কূটনীতি’ হিসাবে উল্লেখ করেছেন বিশ্লেষকদের কেউ কেউ।  
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন মঙ্গলবার খালেদা জিয়ার আমন্ত্রণপত্র বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের হাতে পৌঁছে দেন।
আগামী ১৩ জুলাই ‘রাজনীতিবিদদের সন্মানে’ সংসদের ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ এর এলডি ভবন প্রাঙ্গণে এই ইফতার হবে।
সোমবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও ওই ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।
আবদুল লতিফ জনি বলেন, ‘‘এরশাদ সাহেবের হাতে বিরোধী দলীয় নেতার স্বাক্ষর করা কার্ড পৌঁছে দিয়েছি।

উনি বলেছেন, দাওয়াত গ্রহণ করলাম। ’’
জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য গোলাম মশি এ সময়ে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এছাড়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ ও কাজী জাফর আহমদকেও বিরোধী দলীয় নেতার আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির সহ দপ্তর সম্পাদক।
তিনি জানান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ মোট ২৩ জনকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে।
ক্ষমতাসীন মহাজোটে থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময়ে এরশাদের বিভিন্ন বক্তব্যের মধ্যেই গত মাসে একই সময়ে সিঙ্গাপুর সফর করেন জাতীয় পার্টি ও বিএনপি প্রধান।

সেখানে এরশাদ- খালেদা বৈঠক হয় বলেও সরকারি দলের কেউ কেউ বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে সময় বলেছিলেন, ষড়যন্ত্র করতেই ওই সফরে যান খালেদা জিয়া।  
তবে বিএনপির পক্ষ থেকে বৈঠকের কথা অস্বীকার করা হয়। সিঙ্গাপুর থেকে ফিরে এরশাদও প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বেঠক করেন।
আগামী নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেবেন কি না- এ প্রশ্নের জবাবে সে সময় এরশাদ বলেছিলেন, “আমরা এখনো তো মহাজোটেই আছি।


অবশ্য মহাজোটে গিয়ে ‘কিছুই পাইনি’ অনুযোগ করে আগে-পরে বিভিন্ন সময়ে এককভাবে আগামী নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এরশাদ।
সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একেবারে শেষ মুহূর্তে এরশাদ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিলেও তার দলের স্থানীয় নেতাদের একটি অংশ সেখানে বিএনপি সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করেন।  
জাতীয় পার্টির সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বিও সম্প্রতি সংসদে বলেন, “মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।