বৃহস্পতিবার রাতে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বিরোধী দলীয় নেতার কাছে ওই লিখিত জবাব হস্তান্তর করেন বলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান জানান।
রাত পৌনে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রায় ৫০ মিনিট বৈঠক করেন খালেদা-পঙ্কজ।
বৈঠকের সময় উপস্থিত রিয়াজ রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তার বক্তব্যে নারায়ণগঞ্জে টার্মিনাল স্থাপনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে টেন্ডার আহ্বান, টিপাইমুখ বাঁধ নির্মাণের যৌথ সমীক্ষা, তিস্তা পানি চুক্তি ও সীমান্ত হত্যাসহ নানা বিষয় উপস্থাপন করেছিলেন। ওইসব বিষয়ে ভারতের পক্ষ থেকে একটি লিখিত জবাব হাইকমিশনার দিয়েছেন।
‘‘ হাইকমিশনার বিরোধী দলীয় নেতাকে বলেছেন, আমরা সংসদে আপনার দেয়া বক্তব্য আগ্রহের সঙ্গে শুনেছি।
এ বিষয়ে আমাদের বক্তব্য আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। ’’
বৈঠকে পর পঙ্কজ শরণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বিএনপির পক্ষ থেকেও কোনো সংবাদ ব্রিফিং করা হবে না বলে জানানো হয়।
তবে রিয়াজ রহমান পরে কয়েকটি পত্রিকার সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু ব্যাখ্যা করেন।
তিনি জানান, ভারত বিষয়ে সংসদে বিরোধী দলীয় নেতার তোলা বিভিন্ন বিষয়ের ওপর একটি চিঠি ভারতের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতাকে দেয়া হয়েছে।
এ রকম একটি চিঠি সরকারকেও দেওয়া হয়েছে।
“বিরোধী দলীয় নেতা ভারতের হাইকমিশনারকে বলেছেন, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হচ্ছিল না। ’’
গত ২৯ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তব্যে খালেদা জিয়া নারায়ণগঞ্জের কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য ‘বাংলাদেশকে না জানিয়ে’ ভারতের দরপত্র আহ্বান, তিস্তা চুক্তি না হওয়া, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যার অভিযোগ তুলে ধরেন।
চিঠিতে এসব বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে বলে রিয়াজ রহমান জানান।
তিনি বলেন, ‘‘এ বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝির অবসানের জন্য ভারতের পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে হাইকমিশনার বিরোধী দলীয় নেতাকে অবহিত করেছেন। ’’
সম্প্রতি রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল, রাজনৈতিক পরিস্থতি, ভারত ও বাংলাদেশের সম্পর্কোন্নয়নের মতো বিষয়ও আলোচনায় এসেছে বলে রিয়াজ রহমান জানান।
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে খালেদা জিয়া চিঠি দেয়ায় তাকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পাঠানো একটি চিঠিও হাইকমিশনার পৌঁছে দেন বলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।