আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জে ভোট ‘লুটের’ মহড়া হয়েছে: ফখরুল

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে গাজীপুরে সেনা মোতায়েনের দাবি পুনরায় জানান।
কিশোরগঞ্জের উপনির্বাচনের বিষয়ে তিনি বলেন, “দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে কিভাবে ভোট লুট করা হবে, তার একটি মহড়া গতকাল ওই উপনির্বাচনে তারা দিয়েছে। এথেকে প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। ”
কিশোরগঞ্জে বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগেরই আরেক নেতা।

ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
ফখরুল বলেন, “হাওর-বাঁওড় অধ্যুষিত কিশোরগঞ্জের-৪ আসনে একেক কেন্দ্র থেকে ফলাফল আসতে ২/৪ ঘণ্টার সময় লাগার কথা। সেখানে সন্ধ্যার মধ্যে সব কেন্দ্রের ফলাফল রিটার্নিং অফিসারের কাছে এসে গেছে। এ থেকে বোঝা যায়, তারা কিভাবে নির্বাচন করেছে। ”
কিশোরগঞ্জে কেন্দ্র দখল করে ভোট কারচুপি হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে যুবলীগ নেতা রিয়াজুল হক মিলকি, কামরুল চৌধুরী জড়িত ছিলেন।


কিশোরগঞ্জের উপনির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে ফখরুল বলেন, “এটা প্রমাণিত বর্তমান ইসি সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। ”
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী কার্যালয়ে তার উপদেষ্টা এইচ টি ইমাম ও উত্তরায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ক্যাম্প করে স্থানীয় প্রশাসনকে দিক-নির্দেশনা দেয়া হচ্ছে। ”
নির্বাচন কর্মকর্তা হিসেবে সরকার সমর্থকদের দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

প্রশাসনেও ‘বিশেষ এলাকার’ লোকদের নিয়োগ দিয়ে কারচুপির ছক সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।
“ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ নির্বাচন কমিশনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ”
গাজীপুরে সরকারি দল সমর্থিত প্রার্থীর জন্য ভোট কিনতে টাকা ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন ফখরুল।  
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে যায়।

তারা সিইসির সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ জানানোর পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানান।
এদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “সরকার গাজীপুর নির্বাচন প্রভাবিত করছে। এর বড় প্রমাণ ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নানের ব্যাংক একাউন্ট রাজস্ব বোর্ড জব্দ করেছে। নির্বাচনের দুই দিন আগে সরকারের নির্দেশেই এনবিআর এই ঘটনা ঘটিয়েছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.