-------------------------------------
"ছাল নাই কুত্তার বাঘা নাম"
অর্থঃ আসলে তেমন কিছু নেই, কিন্তু ভাব বেশি।
উদাহরণঃ এঁহ্, ভাত খাওনের ফইশা নাই, ফুলবাবু সাইজ্জা ঘুরে। ছাল নাই কুত্তার বাঘা নাম।
"ছাউ কুত্তা দিয়া গু খাওয়াইছ না । খাওন থইয়া আওলায় বেশি"
অর্থঃ আনাড়ি কাউকে দিয়ে কোন কাজ হয়না।
উদাহরণঃ তরে আগেই কইছলাম হে এই কাম ফারতোনা, হেরে দেইছনা। অহন ত বুঝছছ? ছাউ কুত্তা দিয়া গু খাওয়াইতে গেলে এমুনই অয়।
"কেতলি বান্দির ফুতের নাম সুলতান খাঁ "
অর্থঃ উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।
উদাহরণঃ গুলামের ফুতের ভাব দেখ। কেতলি বান্দির ফুতের নাম সুলতান খাঁ!
"ফুটকি ফাইট্টা মুরগি মরে, গিরছে কয় ছুডু ছুডু আন্ডা ফারে"
অর্থঃ অন্যরা যতই সমালোচনা করুক, যে কাজ করে সেই বুঝে কাজ করা কত কঠিন।
উদাহরণঃ আমারে বেহেই খালি কইন ডেইলি ফোস্ট দিতাম। কইত্তে দিয়াম? আমার অবস্তা অইছে ফুটকি ফাইট্টা মুরগি মরে, গিরছে কয় ছুডু ছুডু আন্ডা ফারে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।