আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরগঞ্জে প্রতিমা ভাংচুর

পুলিশ জানায়, বুধবার ভোরের দিকে কোনো এক সময় ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি দেবালয় কৃষ্ণ মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর হয়।
মন্দিরের সেবায়েত রতন চন্দ্র চৌধুরী বলেন, সকালে মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।
খবর পেয়ে প্রথমে হোসেনপুর থানা পুলিশ ও পরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এবং কুলেশ্বরী বাড়ি দেবালয় কৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক প্রতিমা ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.