তার ক্রীড়া সাংবাদিক বান্ধবী সারা কার্বোনেরো ১৩ সপ্তাহের অন্ত:সত্ত্বা।
জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও পর পর দুটো ইউরোজয়ী একমাত্র অধিনায়ক ক্যাসিয়াস ফুটবল জীবনে জিতেছেন প্রায় সবকিছুই। কিন্তু প্রথমবারের মতো বাবা হওয়ার উচ্ছ্বাস ছাড়িয়ে গেছে পূর্বের সব প্রাপ্তিকেই।
ব্রাজিলে কনফেডারেশন্স কাপ শেষে দেশের ফেরার পথে শনিবার মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে বাবা হওয়ার খবরটি সাংবাদিকদের জানান এই জুটি।
কার্বোনেরোকে পাশে নিয়ে হাসিভরা মুখে ক্যাসিয়াস বলেন, “আমরা খুবই আনন্দিত।”
২০১০ সালের ফেব্রুয়ারিতে পরিচয় হয় ক্যাসিয়াস ও কার্বোনেরোর। তারপর থেকেই তাদের প্রণয় চলছে।
ক্যাসিয়াসের মতো কার্বোনেরোও ব্রাজিল গিয়েছিরেন পেশাগত দায়িত্ব পালনে। এই জুটি এখন যাবেন অজানো কোনো গন্তব্যে ছুটি কাটাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।