ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর
সঠিত শাস্তি হয়েছে বলে কি আপনি মনে করেন? প্রথমে এ প্রশ্নটি করার একটি কারণ রয়েছে। তা পরে লিখছি। ঘটনাটির বৃত্তান্তটি আগে দিয়ে দিচ্ছি। গত সোমবার বিয়ে দিতে গিয়ে বাবা-মা, বর-কণে সাবাইকে ১দিনের হাজতবাস দিয়েছে থানা পুলিশ। তবে হাজতে রাত্রী জাগরণের পরের দিন কনেকে আংটি পড়িয়ে বর যাত্রী বরকে নিয়েই বাড়ি ফিরলেন।
এ ধরনের একটি ঘটনা বাংলাদেশের কোন না কোন অঞ্চলে প্রতিদিনের একটি ঘটনা মাত্র। তবে গ্রামঞ্চলে নিত্যনৈমিত্তিক এ ধরনের ঘটনা ঘটে থাকে।
যাই হোক, এলাকাটি কোথায় তা বলছি। মাদারীপুর শহরের পাঠক কান্দি গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। হরিকুমারিয়ার রফিকউদ্দিন হাওলাদারের ছেলে সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান হাওলাদার মেজরের সঙ্গে পাঠক কান্দি এলাকার গিয়াস উদ্দিন চৌধুরী মেয়ে উন্মি চৌধুরীর বিয়ের দিন তারিখ যথাক্রমে ধায্য হয়।
সেই মোতাবেক বিয়ে শুরুর মুহূর্তে সদর থানার সেকেন্ড অফিসার এস আই ওয়াজেদ আলী খান খবর পেয়ে বিয়ে বাড়িতে যান। পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় মেয়েটি'র বয়স ১৮। পরে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটি'র বাবা-মার বিয়ের বয়স হয়েছে ১৭ বছর। তাহলে মেয়েটি'র বয়স ১৮ বছর হল কিভাবে? মেয়ে কি তাহলে বিয়ের আগে জন্ম নিয়েছিল?
পরবর্তী ঘটনাটি থানায় প্রকাশ হয় যে, মেয়ের ১৬ বছর। কি আর করা সাবইকে ধরে নিয়ে আসতে বাধ্য হয় থানা পুলিশ।
থানায় রাত্রী যাপনের পর সিদ্ধান্ত হয় বেচারা বরকে অপেক্ষা করতে হবে দুই বছর। তারপর আর কি স্বর্নের আংটিই নিজেই এর সমাধান খোঁজে নিতে বাধ্য হয়। বুঝতে পেরেছেন কি বলছি? এবার যাবার পালা। কিন্তু ....। শুধূই বর, শুধুই বর?
এবার উপরের কারণটি বুঝতে পেরেছেন কি ? বাল্য বিবাহ ....।
খবর আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।