আমাদের কথা খুঁজে নিন

   

মহেশখালীর ওসির বিরুদ্ধে দুই মামলা

মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মহেশখালী পৌর এলাকার ঘোনারপাড়ার আবদুল গফুরের স্ত্রী তৈয়বা বেগম এবং স্পেশাল জজ আদালতে অ্যাডভোকেট ফারুক ইকবাল বাদি হয়ে মামলা দুটি করেছেন।
তৈয়বা বেগম (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার প্রথম স্বামীর মেয়ে সুমি আক্তারকে (৩) হত্যার অভিযোগে পুলিশ দ্বিতীয় স্বামী আবদুল গফুরকে আটক করে।
এ বিষয়ে আলাপ করতে গেলে ওসি হাবিবুর রহমান তার বাসভবনে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তৈয়বা।
তৈয়বা বেগমের মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য মহেশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছে আদালত।
অ্যাডভোকেট ফারুক ইকবালের মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ জুন পেশাগত দায়িত্ব পালন করতে মহেশখালী থানায় গেলে ২ লাখ টাকা ঘুষ দাবি করেছেন হাবিবুর রহমান ।
এ মামলায় ওসি ছাড়াও ওই থানার এসআই প্রদীপ মণ্ডল এবং এসআই নজরুলকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিবকে দায়িত্ব দিয়েছে।
এ বিষয়ে ওসি হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।