আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।
মহেশখালীর জেটি। অদ্ভুত সুন্দর একটা এলাকা।
জেটির পাশ থেকে নেমে যাওয়া সিড়ি।
জেলে নৌকা গুলোকে আশ্রয় দেয়ার জন্য।
জোয়ারের সময় গাছ গুলো বুক পর্যন্ত ডুবে থাকে পানিতে। কেমন যেন একটা পরিবেশ তৈরি হয়....
মহেশখালীর প্রধান আকর্ষন প্যাগোডা
নিঝুম জেলে পারা। শান্ত, সমাহিত।
শুটকির খামার।
সার বেধে ঝুলিয়ে রাখা মাছ।
সাগরের পাশে ধানের খেত। আকাশ সমুদ্র আর সবুজ ধান একাকার হয়ে গেছে
ধান কাটার পর পরে থাকে লালচে অবশেষ।
সাগর পারের এক টুকরো ছোট্ট মায়াবী গ্রাম।
নিঝুম সৈকত
ক্লান্তি।
জেটির ওপর একটু বিশ্রাম
বাড়ি ফেরা।
সব পাখি ঘরে ফেরে..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।