তিনি বলেন, “দেশে ইতিমধ্যে যেসব উদ্যোক্তা রয়েছে তারা সকলেই প্রথম প্রজন্মের উদ্যোক্তা। এখন সময় এসেছে উদ্যোক্তা সৃষ্টির জন্য একটি প্রতিষ্ঠান স্থাপন করার। কারণ সারা দেশব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা উদ্যোক্তাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। ”
এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেয়া হবে বলে আশা প্রকাশ করেন মুহিত।
শুক্রবার রাজধানীতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে জাতীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “নতুন কিছু করার জন্য দরকার জমি, অর্থ ও শ্রম শক্তি। আর এই তিনের সমন্বয় করবে উদ্যোক্তা। যে যত ভালো সমন্বয় করবে সে তত ভালো উদ্যোক্তা।
তিনি বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক ও উদ্যোক্তারা সহজে সব বিষয়ের সঙ্গে খাপ খাওয়াতে পারে, যা অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনীতিকে গতিশীল রাখে। এ কারণে বৈশ্বিক মন্দা বাংলাদেশের অর্থনীতিকে অতিমাত্রায় প্রভাবিত করতে পারেনি।
ওসমানি স্মৃতি মিলনায়তনে দুদিনব্যাপি এ সম্মেলনের আয়োজন করেছে টিম ইঞ্জিন নামের একটি সংস্থা।
সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, নতুন বিষয়ে দ্রুত এগোনোর পরিকল্পনা নিয়ে আসতে হবে উদ্যোক্তাকে। ব্যবসা হতে হবে গতিশীল। উদ্যোক্তাদের ভাবনাতেও নতুন কিছু করার আগ্রহ থাকতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি নেসার মাকসুদ খান বলেন, উদ্যোক্তা সৃষ্টির বিষয়টি বাংলাদেশে নতুন।
এখন পরিবেশ দাড়িয়েছে এই কাজটি করার।
উদ্যোক্তাদের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে পদক্ষেপ নিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান নেসার।
তহবিল সংকট ও উচ্চ সুদ হার দুর করার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য একটি তহবিল গঠনের জন্য করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নূরুল কবির বলেন, “বাংলাদেশের উদ্যোক্তাদের অর্থের সংকট সব বড় বাধা। ব্যাংক ঋণ পাওয়া খুব কঠিন।
এরপরও কেউ কোনো পণ্য উৎপাদন করলে তা বাজারজাত করা আরেকটি সমস্যা। এসব প্রতিবন্ধকতা দূর করতে সরকারকে এগিয়ে আসতে হবে। ”
তিনি উদ্যোক্তা সৃষ্টির জন্য সরকারি উদ্যোগে একটি সংস্থা গড়ে তোলার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরী হিমিকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।