বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ তরুন-যুবা। দুঃখের বিষয় হল, এদের একটি বড় অংশেরই কোন কাজ নেই, কর্মসংস্থান নেই। দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় তিনকোটি। প্রতিবছরই কর্মবাজারে নতুন ২১ লক্ষ তরুন-তরুনী যুক্ত হচ্ছে। বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া ও অগ্রসরমান দেশগুলো এই সমস্যার সমাধান করেছে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করে।
বাংলাদেশে উদ্যোক্তাদের পথ সহজ নয়। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতেiই বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপ কাজ করছে দুই বছরের অধিককাল থেকে ।
এরই অংশ হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে এবং “চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপের আয়োজনে ১০-১২ ফেব্রুয়ারী ধানমন্ডির ওমেন ভলান্টারি এসোসিয়েশনে (WVA) উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এই উদ্যোক্তা হাটে সবমিলিয়ে ৪২ টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ছাড়ের খবর:
উদ্যোক্তা হাট উপলক্ষে সাইট নেম বিডি দিচ্ছে বেশ কিছু ছাড়।
১. ই-কমার্স ওয়েব সাইট তৈরী ৫০% ছাড়ে মাত্র ১০,০০০ টাকায়। আর আপনি যদি ছাত্র/ছাত্রী হয়ে থাকেন, তাহলে এই টাকা ৫টি সমান কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে।
২. হোস্টিং এ চলছে ৫০% ছাড়। এই ছাড় পেতে ভিজিট করুন আমাদের ওয়েব সাইটে http://sitenamebd.com অর্ডার করুন যে কোন হোস্টিং প্যাকেজ এবং কুপন স্থানে টাইপ করুন uddokta। তাহলেই পেয়ে যাবেন ৫০% ছাড়।
৩. আনলিমিটেড হোস্টিং মাত্র ৩,০০০টাকায়। রেগুলার প্রাইস ৫,০০০টাকা।
৪. প্রোডাক্ট ফটোগ্রাফী: ৫০টি গিফট আইটেম প্রোডাক্ট ফটোগ্রাফী মাত্র ৩,০০০ টাকা। ১০০টি গিফট আইটেম প্রোডাক্ট ফটোগ্রাফী মাত্র ৫,০০০ টাকা।
৫. এছাড়া আরও তথ্য জানতে ফোন করুন: ০১৯১৪৪৭৫৫৩৪ এবং ০১৮১৮০৭৭৯২২ তে।
এই ছাড়গুলি চলবে এমাস জুড়ে।
যদি আসতে চান:
যদি আসতে চান, তাহলে প্রথমেই আপনাকে ধানমন্ডি ২৭ নং এ আসতে হবে। রাপা প্লাজার পাশ থেকে আসলে মিনাবাজারের দিক হাটা ধরুন, মাত্র ১/২ মিনিট হাটলেই পাবেন HSBC ব্যাংক, সেটা ক্রস করলেই রাস্তার ডান পাশেই দেখবেন উদ্যোক্তা হাটের ব্যানার। আর যদি মিনা বাজার থেকে রাপা প্লাজার দিকে আগালে রাস্তার বাম পাশে দেখতে দেখতে আগান সেই উদ্যোক্তা হাটের ব্যানার দেখতে পাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।