আমাদের কথা খুঁজে নিন

   

উদ্যোক্তা বুট ক্যাম্প

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!
আচ্ছা, উদ্যোক্তা কি বানানো যায়? সরাসরি মনে হয় উত্তর নাই। তবে, দুটো পরিসংখ্যান দেওয়া যায়। আমেরিকার মত দেশে যে সকল প্রকল্প ইনকিউবেটরে থাকে সেগুলোর সফল হওয়ার হার ইনকিউবেশনের বাইরেরগুলোর তুলনায় ৪৪% বেশি। সেখানে ইদানিং বলা হচ্ছে ইনকিউবেশন না হলে টিকে থাকার রসদ যোগাড় করা কঠিন।

যাক। নিশ্চয়্ই আমাকে বকাটা দিয়ে দিয়েছেন। ব্যাটা খালি আমেরিকার কথা বলে। আরে এটা আমেরিকা না, বাংলাদেশ। বুঝলা বাংলাদেশ।

এখানে ব্যবসা মানে চুরি-চামারি। ব্যাংকের টাকা মাইরা ধনী হতে হয়। এখানে এসব ফালতু কথার কোন দাম নাই। আর একটা পরিসংখ্যান দেই। গত ৫ বছরে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে সকল তরুনরা প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে ৩০-৫০ হাজার টাকর ঋণ নিয়েছেন তাদের অনেকই স্বাবলম্বী হয়েছেন।

নিজের উদ্যোগকে দাঁড় করিয়েছেন। আবার আমার গেজেটের সাইফুল (https://www.facebook.com/Amargadget) বা রপকথা জামদানীর (https://www.facebook.com/Rupkotha.Jamdani) শারমিন - দুজনেরই অনুপ্রেরণা একটা ফেসবুক গ্রুপ - চাকরি খুঁজব না, চাকরি দেব । যারা তাঁদেরকে কোন টাকা পয়সা দেয়নি। সাহস, প্রেরণা আর ইনফরমেশন দিয়েছে। বিতর্ক চালিয়ে নেওয়া যায় তবে তাতে অবিশ্বাসীদের কোন হের-ফের হবে না।

কাজে ওই লাইনে না যাওয়ায় ভাল। দীর্ধদিন ধরে আমরা ভাবছিলাম গণিত বা বিজ্ঞান ক্যাম্প যেমনটা আমরা করি, সেরকম একটা রগড়ানির ব্যবস্থা উদ্যোক্তা আর হবু উদ্যোক্তাদের জন্য করা যায় কিনা? তা, সেরকম বুট ক্যাম্পে কী থাকবে? সহজ। একটা ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য দরকর আইডিয়াকে রাস্তায় নামানো, পথের অন্ধিসন্ধি জানা, কাস্টোমার আর সাপ্লায়ারদের সম্পর্কে জ্ঞান লাভ, নিজের দল বানানো, খরচাপাতি আর আয়ের হিসাব রাখা, বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। তো, আমাদের দেশে যারা বড় উদ্যোক্তা হয়েছেন তাদেরকে পদে পদে লড়াই করে, ঠেক ঠেকে এসব পথ পাড়ি দিতে হয়েছেন। নতুন যে এই পথে আসতে চায়, প্রবীণদের অভিজ্ঞতা কী তাদের কাজে লাগবে? লাগা উচিৎ।

কয়েকটা ফোন নম্বর, কিছু রেফারেন্স, একটা সহজ একাউন্টিং সিস্টেমের খবর- এসবই অনেক কাজে লাগে নতুন একজনের। রাস্তায় যারা নেমে পড়েছেন তাদেরও সেটা কাজে লাগবে বলে আমার ধারণা। এসব চিন্তা থেকেই আমরা পরিকল্পনা করেছি উদ্যোক্তা বুট ক্যাম্পের। হবে ১৪-১৬ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরে, পদক্ষেপ ইনস্টিটিউটে। প্রথম ক্যাম্পে ৩০ জনের মত জায়গা দেওয়া যাবে।

নিজেদের গল্প মোনাতে, অভিজ্ঞতা শোনাতে সেখানে থাকবেন - Quazi M. Ahmed Mahmudul Hasan Sohag Sajjat Hossain Minhaz Anwar এবং আরো কয়েকজন। তবে, যারা অংশ নিতে আগ্রহী তাদের মনে রাখতে হবে, এই সকল আয়োজন কেবল একজন উদ্যোক্তাকে সহায়তা করতে পারে, টিকে থাকতে আর এগিয়ে যেতে সাহায্য করতে পারে কিন্তু তাকে সরাসরি উদ্যোক্তা বানিয়ে দিতে পারে না। অংশগ্রহণের নিয়ম-কানুন, ফী ইত্যাদি জানা যাবে গ্রুপের ওয়েবসাইট থেকে। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.