আমাদের কথা খুঁজে নিন

   

জানার মত এবং শেখার মত খবর। বাংলাদেশেও এমন আইন করা দরকার।

সাংস্কৃতিক কর্মকাণ্ড সংস্কারের অংশ হিসেবে টেলিভিশনে নাটক চলাকালে বিজ্ঞাপন প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় রেডিও, ফিল্ম ও টেলিভিশন প্রশাসনের (এসএআরএফটি) ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে। বিবিসির খবরে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতারা সমাজতান্ত্রিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে চান। তবে ঠিক কীভাবে এটা করা হবে, এ নিয়ে স্পষ্ট করে তাঁরা কিছু বলেননি।

এরই অংশ হিসেবে গত অক্টোবরে দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, টিভি অনুষ্ঠানগুলো যাতে জনগণের আগ্রহ ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, সে জন্যই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এসএআরএফটির এক মুখপাত্র বলেন, এর ফলে দীর্ঘ মেয়াদে টিভি নাটকগুলোকে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মত করে নির্মাণ করা সম্ভব হবে। তবে সরকারের এ ঘোষণায় বিজ্ঞাপন বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হিউনান স্যাটেলাইট টিভির মুখপাত্র বলেন, এতে টিভি স্টেশন নির্বাহীদের নির্ঘুম রাত কাটাতে হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।