আমাদের কথা খুঁজে নিন

   

আদিত্য চোপড়ার সঙ্গে রানীর বিয়ে হচ্ছে না!

বিয়ে নিয়ে বিপাকে পড়েছেন রানী মুখার্জী। আদিত্য চোপড়ার সঙ্গে বোধহয় বিয়েটা তার হচ্ছে না-এমন খবরে বলিউডপাড়া এখন সরগরম। জানা গেছে, আদিত্য চোপড়ার সঙ্গে এখন সম্পর্ক ভাল যাচ্ছে না রানীর। শুধু তাই নয়, আদিত্যকে বিয়ে করার সিদ্ধান- থেকেও নাকি সরে এসেছেন বাঙালি বংশোদ্ভূত এই বলিউডি অভিনেত্রী। সমপ্রতি আদিত্যের সাবেক স্ত্রী পায়েল খরপোষ বাবদ বিপুল অঙ্কের অর্থ দাবি করেছেন আদিত্যের কাছ থেকে।

কিন' এই মুহূর্তে এত বেশি অর্থ পরিশোধের জন্য প্রস'ত নন আদিত্য। ফলে তাদের ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। আর ততদিন পর্যন- অপেক্ষা করতে হবে রানীকে। মূলত এই বিষয়টি নিয়েই নাকি সম্পর্কের টানাপড়েন শুরু হয়েছে আদিত্য এবং রানীর মধ্যে। এছাড়া, আদিত্যের পরিবারের সঙ্গেও সমস্যা সৃষ্টি হয়েছে রানীর।

সমপ্রতি হলিউডে যাত্রা শুরু করেছে যশরাজ ফিল্মস। আদিত্য চেয়েছিলেন, যশরাজ ফিল্মস ইন্টারন্যাশনালের বোর্ড অফ ডিরেক্টরসে রানীকে অন-র্ভুক্ত করা হোক। কিন' এতে বাধ সেধেছেন আদিত্যের মা পামেলা চোপড়া। এসব কারণেই এখন জোর গুজব চলছে, সবকিছু মিলিয়ে রানী সিদ্ধান- নিয়েছেন আদিত্যকে বিয়ে না করার। সমপ্রতি যশরাজ ফিল্মসের ব্যানারের বাইরে রানী অনেক ছবি হাতে নেয়ায় এই গুজব আরও শক্ত ভিত্তি পেয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।