আমাদের কথা খুঁজে নিন

   

বয়ে নিয়ে যাও দ্রাক্ষালতার দেশে

আমাকে ফেলে রেখে যাও এক অবহেলায় এক ঝটকায় মাড়িয়ে যাওয়ার মত করে তলানীতে, যেভাবে পড়ে রয় মিশকালো থিক থিক কাদা, পৌছুয়না কোন আলো। অথবা হারিয়ে ফেল সমুদ্রের উত্তাল ঝড়ো ঢেউয়ে খুব সাবলীলতায়,যেন কিছুই হয়নি আমি ডুবে যাব ক্রমাগত, অথৈ জলরাশি, চমকাবেনা কেউ, চমকানোর কেউ রয়নি। আমাকে জমিয়ে রাখ, ভলগার সীমানায় কোন নির্জন স্থানে। ভাগাভাগি বরফযুগ, বাষ্পায়িত তুষারকনা হয়ে কষ্টরা ঝরবে ঘোড়ায় টানা শকটে প্রতিচ্ছবিটা লড়বে। আমাকে বয়ে নিয়ে যাও হাসির ধমকে, আড়ালে আবডালে, নূতন কোন প্রাচীরে খাঁচাবন্দী!চেষ্টায় রত হব ইকারুস হতে ডিঙ্গিয়ে সমস্ত বাধা আমি আমার মতে।

বড় সুগোপনে কর কাজটি। শীতনিদ্রায় নামিয়ে দাও চিরকালের মতো। আমাকে নিয়ে যাও দ্রাক্ষালতার দেশে, ভায়োলিনে বাজবে আক্ষেপের সুর, আক্ষেপের ঋনে। গাঢ় বেগুনি আকাশে থাকবেনা কোন মেঘ, হবে স্থির, নিস্পন্দ সাগর সৈকতের মতো জমাটবদ্ধ কষ্টেরা যতো। ***** ১১ই অগ্রহায়ন,১৪১৮ মতিঝিল, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.