চারটি সিগারেট আর ছয়টি দেশালাইয়ের কাঠি, আর বুকে জোঁকের মতো বিঁধে থাকা সূর্য্য লুটের গান। ধর্ষিতা ইয়াসমিনের লাশ খেজুর পাটিতে জড়িয়ে ভ্যানে করে ঘুরেছে, আমরা ভীন দেশী নর্তকীর সাথে নেচেছি। ফেলানী যখন ঝুলছে আমরা বস্তা বস্তা শান্তির ইলিশ দিয়ে মালিশ করি দাদাদের পিঠ! বাতের ব্যাথাটা বড্ড বেড়েছে দাদা! সোনাবারুর শেষ আর্তনাদ সৃষ্টিকর্তা শোনেন নি, হয়ত স্বর্গে তার জন্য একটা প্রাসাদ বানিয়েছেন! আর আমরা যারা তার খুব কাছে ছিলাম, বীফ বার্গারে মস্ত একটা কামড়! আজ কাল বার্গারে মাংসটা অনেক কম দিচ্ছে, পেট ভরে না। ওরে হতভাগী আমাদের মাফ করে দিশ!
কতটা র্নিলজ্জ হতে পারি আমরা। শুনেছি ১০টাকা দিয়ে জন্মদিনের কেক কিনেছিলো! ১০ টাকায় একটা কেক!! হাহ... ১ কেজি চাল হওয়ার কথা ছিল।
হমম, কথাই থাকে।
আমাদের এক দলনেত্রী তার বয়স সাদৃশ্য কেকে কাটবেন, টিভিতে প্রচার হবে। Happy Birthday To You...ফু ফু ফু্...মোমবাতি গুলো নিভাই, আসুন হাততালি দেই!!
জাতির পিতার স্মরণে কাঙ্গালীভোজ হয়। হাজার হাজার সোনাবারু থালা হাতে বসে থাকে, সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছোটে না! ওদের থালা থাকে শুন্য, ভোজ ওদের ভাগ্যে জোটে না! শেষ হয়ে যায়। বড় বড় ডেকচিতে ভাগ্য চলে যায় ভাগ্যবানদের হাতে! জাতির পিতা স্বর্গে বসে অশ্রু ঝরান!
আমি কি করি অথবা আমরা? বড় বড় মাথাদের নিয়ে মাতামাতি করি! হাহ...আমি নিজে সিগারেটের ব্যান্ড চেঞ্জ করেছি।
এক লাফে ৪ থেকে ৭!!! আয়েশি টান দিয়ে চিন্তা করি...শালারা দেশ টাকে শেষ করে দিল! দরদ উপচে পড়ে, আহারে সোনাবারু!!
থু থু থু...অদৃশ্য থুথু গায়ে মাখি। মাহান সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না! আর সোনাবারু তো নয়ই!
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ''মানবতা, মনুষত্ব্য রক্ষার্থে যারা প্রতিনিয়ত ক্রিয়াশীল, তাহারাই মানুষ। '' আমারা কি?
হাজার হাজার সোনাবারুর অভিশাপ বয়ে বেরাতে হবে আমাদের!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।