আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া লংমার্চের গলাবাজিতে বলেছেন :-

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া লংমার্চের গলাবাজিতে বলেছেন br /> ক্ষমতায় এলে ২টি পদ্মা সেতু বানিয়ে দিবেন ....!! আওয়ামী লীগে যারা দেশপ্রেমিক আছেন, তারা দল ছেড়ে চলে আসুন । সম্মানজনক পদ দেওয়া হবে !!! " আমার চাওয়া পাওয়ার কিছু নাই । শুধু জনগনের মুখে বিশেষ করে যুবকদের মুখে হাসি ফুটাতে চাই " =============================================== হায়রে কপাল মন্দ । ২০০১-২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলার জনগনের মুখে যে হাসি ফুটিয়েছেন এবং যে সম্মান দেখিয়েছেন তা এদেশের জনগণ আজীবন মনে রাখবেন । উনার হাসি ফোটানোর আর সম্মান দেখানোর নমুনা যদি হয়.... কতটা বিভীষিকাময় ছিল গত জোট সরকারের শাসনামল ,এত তাড়াতাড়ি আমরা যেন না ভুলি ! সত্যি কথা বলতে কি ওটা ছিল একাধিক মৌলবাদী দলের এক লোম হর্ শোক শাসনামল ।

যদিও জাতীয়তাবাদী ( বি এন পি ) দলের মূখ্য ভুমিকা ছিল সরকার গঠনে -কিন্তু এই দল প্রতিনিধিত্ব করেছে দেশের সব সন্ত্রাসী মৌলবাদী দল সহ আন্তর্জাতিক সন্ত্রাস বাদের । একের পর এক ঘটেছে রাজনৈতিক হত্যা কাণ্ড --আহসানউল্লাহ মাস্টার হত্যা হলেন --রাজশাহী ইউনিভার্সিটির একাধিক শিক্ষক হত্যা কাণ্ডের স্বীকার হলেন -কারা করেছে এ সব !সারা দেশে একযোগে বোমা বাজী ঘটল - দেশের বিচারালয় গুলো আক্রান্ত হল বোমা হামলার , যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা বা হামলার হুমকি চলতে থাকে । প্রবীণ অর্থমন্ত্রী এম এস কিবরিয়া সাহেব কে প্রকাশ্যে গ্রে নেট মেরে হত্যা করা হল - বাদ পড়লেন না ঢাকা ইউনিভার্সিটির স্বাধীন চেতা শিক্ষক-লেখক হুমায়ন আজাদ ! দেশের মহিলা হকি আর ফুটবল দলকে হুমকি দেওয়া হলো --দেশের বিভিন্ন জায়গায় স্মৃতি স্তম্ভ ভাঙ্গা হলো -এবং সারা দেশের সব স্মৃতি স্তম্ভ ভেঙ্গে দেওয়ার ধৃষ্টতা দেখান হলো । এক মন্ত্রীর যোগাযোগে দশ ট্রাক অস্ত্র খালাসের ঘটনাও ঘটেছে , ইতিহাসে প্রথম বারের মত , এ দেশে !!দেশের মানুষ এর পর দেখলো প্রথম বারের মত কিভাবে বিরাধী দলকে সমূলে উৎপাটন করার অভিলাষের বীভৎস দৃশ্য --আমি বেঁচে গেছি ঠিক -কিন্তু বাঁচাতে পারিনি আমার সহকর্মী নিবেদিত প্রাণ অনেক কে ! সে দিন গ্রে নেটের মহড়া চলল ----জেল খানায় গ্রে নেট পাওয়া গেল -- আল্লার কৃপায় অল্পের জন্যে বেঁচে গেলেন বর্তমান প্রধান মন্ত্রী -আমাদের নয়নের মনি শেখ হাসিনা ওয়াজেদ । জনগন টের পেল এরা কারা !! -অনেক কাঠ খরচার পর অনেক প্রাণের বিনিময়ে ফিরে পাওয়া জনগনের সরকার আজ প্রায় আড়াই বছর , জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শাসন করছে ।

কই গ্রে নেট ? কোথায় বোমা বাজী ? কোথায় বাংলা ভাইয়ের মত জঙ্গী নেতা ? যা গত জোট সরকার "" বাংলা ভাই বলে কিছু নেই " বলে দাবী করেছিল । তখনকার একাধিক মন্ত্রী এ সব হোতাদের প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে সহায়তা করেছে -----!!! আমার পর্যবেক্ষণ হলো যদি ওই জোট সরকারের মদদে ওই সব ঘটনা না ঘটবে তাহলে গত আড়াই বছরে কেন ওই সব সন্ত্রাসী বা বোমা বাজী দের দেখা মিলছে না --রাতারাতি ওরা কোথায় গেল !! আজ বর্তমান সরকার কঠোর হাতে সন্ত্রাস তথা জঙ্গী মোকাবেলা করেছে -নত হননি ওই সব জানোয়ারদের কাছে , প্রশ্রয় দেয়নি কোন রকম মৌলবাদের নামে ধ্বংস যজ্ঞ কে । -এতেই প্রমান হয় বিগত জোট সরকার নিজেই ছিল ওই সব ঘৃণ্য কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক !আজ পরোক্ষ বা প্রতীক্ষ্য ভাবে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে সচেষ্ট হচ্ছে ওই একই শক্তি ----জনগনকে অবশ্যই বুঝতে হবে এরা কারা --এরা কতটুকু স্বাধীনতার পক্ষে ছিল বা আছে -----আর কখন এরা জেগে উঠে / উঠার চেষ্টা করে --- তবে আমরা এমন হাসি আর দেখতে চাই না । আপনারা চান কি না ? .................................................................... বাজাও তালিয়া ..........জোড়সে বাজাও !!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.