মানবতার গান গেঁয়ে যায়-তারুণ্যের প্রেরণায়
মেধাবী ছাত্র আবিদকে খুব মনে পড়ছে আজ। তাকে ছাড়া এ জীবন পুরো টাই মাটি মনে হচ্ছে। এত হই হুল্লুড এবং তারুণ্যদীপ্ত ছেলে খুজে পাওয়া মুশকিল। সবার সাথে হাসি-খুশি মনে মিশে যেতেন তিনি। উচুঁ-নিচু, দল মত তার কাছে বিভেদ ছিল না।
অপরিচিত কারো সাথে মুহুতের মধ্যে মিশে যেতে পারতেন তিনি। পড়া-লেখায় সে ছিল জন্মগত মেধাবী। ছোট বেলা থেকেই অদম্য মেধাবী ছিলেন তিনি। প্রাইমারী লেভেল থেকেই তিনি অদম্য মেধার সাক্ষর রাখেন। সে ছোট থাকতে যখন তাদের বাড়িতে বেড়াতে যেতাম,তখন তার মায়া মাখা দুষ্টুমী সবাইকে মুগ্ধ করত।
তখন আপুকে (আবিদের আম্মুকে) বলতাম আপু তোমার এ ছেলেটা একদিন অনেক বড় হবে, তার প্রতি একটু বেশি নজর রেখো। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে টেলেন্টপুরে বৃত্তি লাভ করে গোটা স্কুল এবং গ্রামে ছাড়া জাগান আবিদ। এস এস সি তে এসে গোল্ডেন এ প্লাস এবং এইচ এস সি তে এসে চট্টগ্রাম কলেজ থেকেও গোল্ডেন এ প্লাস পেয়ে তার ধারাবাহিক অদম্য মেধার সাক্ষর রাখেন। যে বিশ্ববিদ্যালয়ে ভতি পরীক্ষা দিয়েছেন সেখানে ভাল বিষয়ে টিকে যেতেন। কিন্তু তার বাবার একান্ত স্বপ্ন ছেলেকে ডাক্তার বানানোর, বাবার সেই স্বপ্ন পূরণের সাধনাতেই প্রান দিতে হলো আবিদকে দেশের সোনার ছেলেদের হাতে।
সে নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সংসদের গত কিমিটিতে সেও ছিল। কিন্তু সোনার ছেলেদের ড্রাগ এডিক্টেড, চাঁদাবাজী ও নানা সন্ত্রাসী কর্মকান্ডে অতীষ্ঠ হয়ে ছাত্রলীগের নষ্ট রাজনীতি ছেড়ে দেয়ার কারণে তাকে অকালেই চলে যেতে হলো। এর মাধ্যমে আওয়ামী রাজনীতির কত ভোট কমেছে তার হিসাব আওয়ামীলীগ রাখে না। কারণ তারা এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে লুটপাটে ব্যস্ত।
কবে ভাঙ্গবে আওমীলীগের এ ঘুম? নিবাচনে হারার পরে! দেশে লুটপাটের সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে বিশ্ব শান্তির মডেল উপস্থাপন করেন। দেশে বিরোধী মত ও দলের লোকদের খুন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে প্রধান মন্ত্রী কোন শান্তির নরক স্থাপন করতে চান? আবিদ আবু বকরের মতো মেধাবী ছাত্রদের খুন করে দেশে কোন বাকশাল কায়েম করতে চান আওয়ামীলীগ? ফারুক হত্যাকান্ডে দেশব্যাপী জামাআত-শিবির নিধনযজ্ঞ চললেও আবিদ আবু বকরের হত্যাকান্ডে সরকার অন্ধ। বরং সরকার রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা দিচ্ছে এসব দলীয় খুনীদের বাঁচানোর জন্য। কি দোষ করেছিল আবিদ, নষ্ট রাজনীতি ছেড়ে দেয়ায় কি তার অপরাধ? তাহলে নষ্ট রাজনীতির কমীবাহিনী, ইন্ধনদাতা, পৃষ্টপোষকদের ও কারিগরদের কি শাস্তি দেবেন তা প্রশ্ন রইল পাঠকদের প্রতি? আবিদের গোশল করাতে গিয়ে আমি কয়েকবার মাথা ঘুরে পড়ে গেছি, তার শরীরের নির্মমতা দেখে। কি নির্মমভাবে তাকে মারা হলো।
পিঠিয়ে কষ্ট দিয়ে মানুষ খুনের কারিগর বাংলাদেশ আওয়ামী বাহিনী কোন কিছুর জন্য যদি নোবেল পুরস্কার পায়, তাহলে তা হবে পিঠিয়ে জখম করে, নির্যাতন করে মানুষ মারার জন্য বিশ্ব খুনীর পুরস্কার। ঢাকার ২৮ শে অক্টোবরের করুণ ট্রাজেডী, নাটোরে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ বাবু হত্যাকান্ড, চট্টগ্রাম মেডিকেলে আবিদ হত্যাকান্ড সহ দেশের প্রত্যান্ত অঞ্চলে গুম ও খুনের রাজনীতি আওয়ামীলীগকে ইতিহাসের কোন আস্তাখুড়ে নিক্ষপে করতে পারে তা বিবেচনার ভার পাঠকদের হাতেই তুলে দিলাম। এখনো সচেতন না হলে আওয়ামীলীগের পরিনতি খুব করুন হতে পারে!! কারণ নির্যাতিত মানবতার করুণ আহাজারী ও আর্তচিৎকারে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, আর নিপীড়িতদের কান্নার রুল আল্লাহর আরশকে কাপিঁয়ে তুলছে। তাই সাধু সাবধান। আজ আবিদ আর আবুবকর সহ নিরীহ ছেলেদের মেরে অসংখ্যা মায়ের বুক খালী করে আওয়ামীলীগ কি পার পেতে পারবে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরাতো মহিলা হওয়ার পরেও সন্তান হারা মায়ের কষ্ট বুঝতে না পারলে আগামীতে এ পদে থাকবেন কিনা তা দেশের জনগনই বিচার করবে।
বিশ্বে শান্তির মডেল উপস্থাপন না করে দেশকে, দেশের মানুষকে বাঁচিয়ে দেশে শান্তি স্থাপন করুন তাহলেই বাংলার মানুষ আপনাদের স্বরণ রাখবে। তা না হলে নিপীড়িতদের বাধ ভাঙ্গা উচ্ছাসে হারিয়ে যাবেন ইতুহাসের আস্তাখুড়ে। আবিদ আবু বকর সহ সকল হত্যাকান্ডের সুষ্টু বিচার চাই।
আবিদ হত্যাকান্ডের কিছু লিংক
[link|http:// Click This Link
[link|http://http://www.facebook.com/note.php?note_id=228377700558161
[link|http://http://www.somewhereinblog.net/blog/JANAAT09YOUTH/29474087
[link|http://http://www.facebook.com/abid.hottar.bicher.chai ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।