আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষনের অভিযোগে চমেক এর চার ছাত্রলীগ কর্মী সাময়িক বরখাস্ত



চট্টগ্রাম মেডিকেল কলেজের চার ছাত্রলীগ কর্মীকে ধর্ষনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা তিনটায় কলেজের সভা কক্ষে ডিসিপ্লেনারি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কলেজ সূত্রে জানা যায়। এদিকে, অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে কলেজ প্রাঙ্গণে বিকেল তিনটায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ করে। অভিযুক্তদের একজন পুরো বিষয়টি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক চক্রান্ত বলে জানান। জানা যায়, গত রবীবার রাতে চমেক হাসপাতালের গাইনি বিভাগে রোগীর সংগে দেখা করতে আসা এক তরুনিকে তুলে নিয়ে যায় এই চার ছাত্রলীগ কর্মী।

চমেক কর্তৃপক্ষ এই চার ছাত্রের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করে। বহিস্কৃত ছাত্ররা হলেন, ৫০তম এমবিবিএস এর তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ফয়সাল, একই ব্যাচের ছাত্র ও কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক আসিবুল আলম লিমন, দ্বিতীয় বর্ষের ছাত্র এ এস এম সোহাগ ও প্রথম বর্ষের ছাত্র রাব্বি। চমেক এর অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর মুহাম্মদ সেলিম বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কলেজের চার ছাত্রকে সাময়িকভাবে বহিস্কার করা হয়। কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরী বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। কলেজের ডিসিপ্লেনারি কমিটির সদস্য ও নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ইমরান বিন ইউনুছ বলেন, ডিসিপ্লেনারি কমিটির প্রতিবেদনে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত ছাত্র কাজী মুহাম্মদ ফয়সালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ষড়যন্ত্রের স্বীকার হয়েছি। সেদিন আমরা মেয়েটির সঙ্গে কোনো অসদাচারণ করিনি। আমাদের কলেজের ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপ ষড়যন্ত্র করছে। ছাত্রলীগ থেকে বহিষ্কার এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর গত ২২ ফেব্রুয়ারি সোমবার ছাত্রলীগ কলেজ শাখা জরুরী বৈঠক করে। তাদের মধ্যে দ্বিমত হওয়ার কারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক।

মঙ্গলবার সাধারণ ছাত্রীরা অভিযুক্ত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি তানভির আহমেদ ও সাধারণ সম্পাদক টি এম ফাহাদ নাছিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিস্কার করার কথা জানানো হয়। বহিস্কৃত আসিবুল ইসলাম লিমন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি কলেজ এবং সংগঠন থেকে বহিস্কারের কথা স্বীকার করে বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি করি। প্রতিপক্ষের একটি গ্রুপ আমাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করছে। মূল সংবাদঃ ঢাকানিউজ24ডটকম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.