বিনা উস্কানিতে বিমান হামলা করায় আফগানিস্তানে ন্যাটোবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। নিজের মানুষের উপর হামলা হলে যেকোনো সরকারই দেশের স্বার্থরক্ষা হয় এমন পদক্ষেপ নেয়/নিতে বাধ্য হয়, সেটা পাকিস্তানের মত মেরুদণ্ডহীন রাষ্ট্র হলেও। কিন্তু দুঃখ এখানেই, গত ১০বছরে ১০হাজারের বেশি বাংলাদেশী বিএসএফের শুটিং প্র্যাকটিসের শিকার হওয়ার পরও আমাদের সরকার এখনো ভারতের পা চেটে যাচ্ছে, পারলে ভারত না চাইতেই নিজে থেকে দেশের সম্পদ উপঢৌকন দিয়ে দাদাবাবুদের খুশি করছে। এমনকি দেশের ভূখণ্ড ভারতকে লিখে দিয়েও ক্ষান্ত হলনা সরকার। ফারাক্কার কাল ইতিহাস চোখের সামনে থাকার পরও আরেকটা ফারাক্কার জন্ম দিতে যাচ্ছে টিপাই'এর ব্যাপারে ভারতের ফাঁকা আশ্বাসে আশ্বস্ত হয়ে! জাতিগতভাবে কি আমরা তাহলে পাকিদের চেয়েও লুথা হয়ে গেলাম? মুক্তিযুদ্ধের কি দরকার ছিল তাহলে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।