ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ দেখতে দেখতে সময় চলে যায়। যা কিছু আমাদের কাছাকাছি থাকে সেগুলোকে আলাদা করে হয়তো পার্থক্যটা দেখানো যায় না, কিন্তু এটাও ঠিক যে, একই রকম থেকেও যায় না। আসুন তেমনি কিছু খুব কাছের পরিচিত বিষয়গুলোর অতীত দেখে আসি- ১। গুগল: ১৯৯৮ সালে ছিল এমন- আর এখন- ২। ইয়াহু তখন কেমন ছিল? ঠিক এমনটি- আর বর্তমানে- ৩। বিখ্যাত টাইম ম্যগাজিনের অবস্থা বছর দশেক আগে কেমন ছিল যানেন? আর এখন- ৪। আসুন দেখি মাইক্রোসফট এর অবস্থা কেমন ছিল ১৯৯৮ সালে- বর্তমানে অবস্থা মাশাআল্লাহ ভাল- ৫। হট মেইল- আগের রূপ- বর্তমান রূপ- ৬। জন প্রিয় ম্যাগ পিসি ওয়ার্ল্ড ১৯৯৮ সালে- বর্তমানে-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।