বিটিআরসির নির্দেশে দু'জন ব্লগারের অ্যাকাউন্ট থেকে সব পোস্ট মুছে দিয়েছে আমারব্লগ ডটকম। আরেকজন ব্লগারের পোস্টও মুছে দেয়ার কাজ চলছে বলে বিটিআরসিকে জানিয়েছেন আমারব্লগের অ্যাডমিন সুশান্ত দাস গুপ্ত। এমনকি পোস্টের আর্কাইভ পাঠাতেও রাজি হয়েছেন তারা।
যদিও এর আগে বিটিআরসির নির্দেশ প্রত্যাখ্যান করে এ আদেশের আইনি ভিত্তি খতিয়ে দেখার কথা বলে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল আমার ব্লগ।
গত ২১ মার্চ ২০১৩ বিটিআরসির সহকারী পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) রহমান খান ওই ব্লগগুলো বন্ধ এবং ব্লগারদের ‘যাবতীয় তথ্য’ চেয়ে ইমেইল দেন আমারব্লগ কর্তৃপক্ষকে।
২২ মার্চ আমারব্লগ কর্তৃপক্ষ বিটিআরসির নির্দেশ প্রত্যাখ্যান করে প্রেস বিজ্ঞপ্তি দেয়।
বিজ্ঞপ্তিতে 'অন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় দায়বদ্ধ আমারব্লগ জানিয়ে তা যে কোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে আমারব্লগ বিটিআরসির নির্দেশ প্রত্যাখ্যান করছে' বলে জানানো হয়। এমনকি আমার ব্লগ কোনো ব্লগারের ব্লগ বাতিল করবে না- আন্তর্জাতিক প্রাইভেসি আইন অনুযায়ী কোনো ব্লগারের আইপি অ্যাড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যক্তিগত নাম প্রকাশ করবে না বলেও উল্লেখ করে তারা।
কিন্তু বিটিআরসির নির্দেশ অনুসারে তিনটি ব্লগের মধ্যে দু'টির সব পোস্ট মুছে দিয়ে এবং অপরটি মুছে দিয়ে আর্কাইভ পাঠাবে বলে ২২ মার্চ বিটিআরসিকে ইমেইল করেন আমারব্লগের অ্যাডমিন সুশান্ত দাশ গুপ্ত।
বিটিআরসিকে দেয়া ইমেইলে
amarblog.com/blogger/bnp ও
amarblog.com/blogger/dinosaur
ব্লগের সব পোস্ট মুছে দেয়ার কথা জানানো হয়।
amarblog.com/blogs/arifuk (আরিফুর রহমান/ঘনাদা/নিতাই ভট্টাটার্য, সামহোয়ার ব্লগে ওঙ্কার নামে লিখে এখন)
ব্লগের পোস্ট মুছে দেয়ার কাজ চলছে এবং কোন পোস্টের আর্কাইভ কপি বিটিআরসির প্রয়োজন তা জানাতে অনুরোধও করেন তিনি।
আমার ব্লগ সেই বিজ্ঞপ্তিতে আরো বলেছিল, বিটিআরসি কোন আইনে ব্লগারদের ব্যক্তিগত তথ্য ও লেখার অনুলিপি চাচ্ছে সে ব্যাপারটি তারা খতিয়ে দেখছে। জনপ্রশাসনের এখতিয়ার বহির্ভূত যেকোনো হস্তক্ষেপকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা হবে।
আইন প্রসঙ্গে রোববার বিটিআরসির সহকারী পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) রহমান খান বাংলামেইলকে বলেন, 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুসারে ওয়েবসাইটে মিথ্যা ও অশ্লীল, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এ ধরনের তথ্যাদি শুধু বন্ধ নয়, তথ্য প্রকাশকারী ব্যক্তি দশ বত্সর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান আছে। '
রহমান খান আরো বলেন, 'ব্লগ বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো স্বাধীনতা বন্ধ করছে না বিটিআরসি।
শুধু যে সকল লেখায় রাষ্ট্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা বন্ধ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ' তাদের নির্দেশ মতো অন্যান্য ব্লগ সাইটও আপত্তিকর পোস্ট মুছে দিচ্ছে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।