ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করতে নিয়ন্ত্রক সংস্থা নিষেধ করেছে- দুটি টিভি স্টেশন এমন দাবি করলেও বিটিআরসি বলেছে, এ ধরনের নির্দেশনা দেওয়া হয়নি।
বিএনপির সোমবারের মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নেয় একাধিক স্টেশন। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘মৌখিক নির্দেশনার’ পর সরাসরি স¤প্রচারের বিষয়ে তাদের মধ্যে ‘অনিশ্চয়তা’ দেখা দেয়।
একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের প্রধান নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিটিআরসি থেকে আমাদের কোনো কোনো কর্মকর্তাকে ফোন করে সরাসরি স¤প্রচার করতে নিষেধ করা হয়েছে।
”
এ বিষয়ে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “মহাসমাবেশ সরাসরি স¤প্রচার করা হবে কীনা তা বিটিআরসি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ” তারা আমাদের লাইসেন্স দেয়। তাই যখন তারা এভাবে জিজ্ঞেস করে তখন ধরেই নেওয়া যায়, এটা এক ধরনের শাসানো। ”
অন্য চ্যানেগুলো সরাসরি স¤প্রচার করলে তারাও স¤প্রচার করবেন বলে জানান তিনি।
অবশ্য সরাসরি স¤প্রচার না করতে টিভি চ্যানেলগুলোকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সরাসরি স¤প্রচারের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ”
এর আগে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একাধিক টিভি স্টেশনের কর্মকর্তারা জানিয়েছিলেন ওই মহাসমাবেশ সরাসরি স¤প্রচারের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখানে দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।