প্লিজ ডোন্ট লীভ মি বাজুক হৃদয় বীণা আঙ্গুলের আঘাতে যেমন বীণা বাজে তেমনি যদি কঠিন আঘাতে হৃদয় বীণা বাজে তবে বাজুক অনন্তকাল ধরে যদি বিরহ অনলে পুড়ে ছাঁই থেকে ফিরে আসে ফিনিক্সসম প্রাণ যদি জন্ম হয় নতুন করে তবে তাই হোক। ঘুড়ির সূতোর মত যা নিচে টেনে ধরে তাই যদি আবার উড়তে সহায়তা করে তবে তাই হোক। বেদনার আঘাতে যদি হৃদয় বীণা বাজে যদি আঘাতে আঘাতে ঝর্ণা প্রবাহিত হয় যদি বয়ে যায় তোমার পানে যদি দান শীতল জল তবে তাই হোক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।