আমাদের কথা খুঁজে নিন

   

বিরহী সুরই বাজুক

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

অনেক সময় হাতে । বলো তো কি করি ? এমন না যে কোন কাজ নেই । অনেক কাজও জমে আছে । কিন্তু এখন আর কাজ করবো না । কি করি বলো তো? তোমাকে নিয়ে আবার ভাবতে বলো না ।

এই একটা বিষয়েই ভেবে ভেবে আজ পর্যন্ত কূল কিনারা করতে পারিনি । অনেক সময় হাতে । বলো তো কি করি ? এমন না যে আমি অলস; আমি কিছু করতে চাই না। আমি ব্যস্ততাকেই উপভোগ করি । কিন্তু এখন একটা শূণ্যতা ভর করেছে আমাতে ।

কি করি বলো তো ? কোন রেস্টুরেন্ট বা কোন প্রোগ্রামে আবার যেতে বলো না । একা একা যেতে ভালো লাগে না আবার অনেক লোকের ভীড়েও নিজেকে কেমন অখন্ড একক মনে হয় । যে কিনা শূণ্যেও মিলাতে পারে না লোকারণ্যেও মিশতে পারে না । অনেক সময় হাতে । বলো তো কি করি ? কাল একটা দাওয়াত আছে ।

এমন না যে আমার যেতে ইচ্ছে করছে না বা তারা খুব দূরের । এখনি সুন্দর একটা গিফট কিনতে বেরিয়ে পরলে ভালো হয় । কি করি বলো তো ? আবার বলো না যে, যাও; এখনি গিফট কিনতে বেরিয়ে যাও; দেরি করো না । । আমি জানি, শেষ পর্যন্ত আমি যাবো না ।

আমার যেতে ভালো লাগবে না । একাকী অভিমান, বিরহই আমার ভালো । অনেক সময় হাতে...... হাহ! বিরহী সুরই বাজুক তাতে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।