লেখাটার লিংক- Click This Link
এত বাজেভাবে কেউ লিখতে পারে!!
"৩৮ বছর!! এতদিন অপেক্ষা!! আমার বাবাটাও মারা গেল স্বপ্ন পুরন হবার আগেই। অবশ্য বাবা এখন স্বর্গে বসে ভাববেন, আমার স্বপ্ন পুরন না হলে কি হবে আমার ছেলে-মেয়ে-নাতিদের স্বপ্নতো পুরন হল। হুম ৩৮ বছর পর আমার বাবার স্বপ্ন পুরন হতে চলেছে। বাবা বলেছিল দেখবি তোকে একদিন আর কষ্ট করে ভারত যেতে হবেনা, এখানেই চলে আসবে ভারত। হ্যা বন্ধু-বান্ধবীগন আজকে স্বপ্ন পুরনের টিকেট কেটে আনলাম।
অনেক কষ্ট করে পেলাম টিকেট। কারন ব্যাপক চাহিদা। ভারতীয় জিনিস বলে কথা। আর সেই জিনিস হল আমার প্রিয় দেশ ভারতের আসন্ন মুক্তি পাওয়া সিনেমা দেখার টিকেট। "
আপনি আপনার মতামত দিতে পারেন।
তবে এভাবে নয়। বাংলাদেশের বিজয়ের মাসে বাঙ্গালী এসব সহ্য করবেনা। প্রতিবাদ করবেই। আপনি ভেবেছেন রিভার্স দিয়ে আপনি মাঠ গরম করবেন। রিভার্স লাগবেনা।
বাংলাদেশের মানুষ এমনিতেই ফুসছেন। এখন প্রতিরোধ আর আঘাত শুরু হবে মাত্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।