আমাদের কথা খুঁজে নিন

   

পারফিউম এর চোখ ধাধানো এড দেখে মনে কিছু কথা জাগে

অসীম সাহসী কিছু বীর দের প্রতি নিবিড় শ্রদ্ধা ও ভালোবাসা (বিশেষ করে টিপু ভাইদের মত ) আজকাল টিভি খুলেলই দেখা যায় নান ধরনের পারফিউমের এড, কেউ পারফিউম মেখে নায়ক হয়ে যাচ্ছে, কেউ হয়তো মেয়েলি স্বভাবের ছিলো সে পারফিউম মেখে পুরুষালি হয়ে গেছে, বলা যায় পারফিউম মেখে প্লেবয় হওয়ার হিড়িক পড়ে গেছে , তাছাড়া হরেক রকমের এড দিয়ে তারা পারফিউমের মহত্ত প্রকাশ করে, প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় পারফিউম মাখলে ছেলেদের দিকে মেয়েরা উড়ে চলে আসে ! আর এসব মেখে মাটিতে / বিছানায় পড়ে গড়াগড়ি বা চুম্মা-চাটি তো সাধারন ব্যাপার । এসব কারনে বর্তমানে বাসার সবার সাথে টিভি দেখতে বসা যায় নাহ, অন্যদের কথা কি বলবো আমার নিজের লজ্যা লাগে । সবচেয়ে বিরক্তিকর ব্যাপার তারা এইসব এড গুলো বেশি দেয় খেলার মধ্যখানে, যেহেতু খেলা না দেখা সম্ভব নাহ তাই বাধ্য হয়ে দেখতে হয়, আর দেখলেই বিপদ । একথা বাদ দেই , আজ আমি কথা বলবো নতুন পারফিউম এর এড নিয়ে , এই এড এ দেখানো হয় যে মানুষ এই পারফিউম মাখবে তার দিকে সাধারনরা তো আকৃষ্ট হবেই সাথে সর্গ হতে দেবীরা এর ঘ্রানে আকৃষ্ট হবে !! যখন ই তা মাখবে সাথে সাথে সেই সুমিষ্ট ঘ্রানে তারা ছুটে আসবে, আমার কাছে এই এড টা দেখে মনে প্রস্ন জাগে যদি পারফিউম মাখার পর এর জাদুকরি ঘ্রানে দেবিরা ছুটে আসতে পারেন তবে যখন পারফিউম তৈরি করা হয়েছিলো তখন দেবিরা কোথায় ছিলেন ?? জাতি , আপনার আর এড নির্মাতাদের বিবেকের কাছে আমার প্রস্ন রইলো আর অতি উৎসাহী দের এড টা দেখে আসার জন্য নিচে লিংক দেয়া হলো লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।