মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। ........বাংলাতে একটা কথা আছে, "সুখে থাকতে ভূতে কিলায়!!" আমার অবস্থা মনে হচ্ছে সেরকম কিছু হতে যাচ্ছে। প্রায় ২ বছর ধরে ব্রডব্যান্ডের সাথে আছি। এই ২টা বছর খুবই শান্তির সাথে কাটিয়েছি। নেটের কানেকশন নিয়ে তেমন কোন সমস্যা ছিলনা।
৯৯৫ টাকায় স্পিড পেয়েছি ২৫ কিলোবাইট/সেকেন্ড। তুলনামূলক অনেক কম স্পিড। তবুও আমি সন্তুষ্ট ছিলাম আমার আইএসপির অন্যান্য সার্ভিস এর কারনে। যেমন নেটের লাইনে সমস্যা হলে আমার আইএসপির কাছে কমপ্লেইন করার সাথে সাথে তাদের মধ্যে সমস্যা সমাধান করে দেবার জন্য যে ব্যকুলতা দেখতাম, তা দেখে মনে হত যে আমি মনে হয় তাদের ভিআইপি কোন ক্লায়েন্ট। তবে এদের স্পিড নিয়ে বরাবরই আমার অভিযোগ ছিল!! মাত্র ২৫ কিলোবাইট/সেকেন্ড!! ডাউনলোডের জন্য খুবই কম!! তবে এই ২৫ কিলোবাইটেই ওয়েবপেজ ওপেনিং এর যে পারফর্মেন্স!! তা পুরোপুরি স্যালুট পাবার যোগ্য!!
কিছুদিন আগে বগুড়াতে কিউবি এসেছে।
বলতে গেলে একেবারে নতুন। নেটওয়ার্ক কেমন এটা জানার জন্য ঐখানে কর্মরত আমার পাড়ার এক ছোট ভাইকে ফোন দিয়েছিলাম। সে আমার বাড়ীতে এসে তার ১ মেগাবিট/সেকেন্ড স্পিডের শাটল মডেম দিয়ে আমার রুমে এসে নেটের স্পিড পরীক্ষা করে দেখল যে ফুল স্পিডেই কাজ করে। আমিও তার কাছ থেকে কিউবির ব্যাপারে টুকিটাকি তথ্য জেনে নিলাম। আরো তথ্য জানার ইচ্ছে ছিল কিন্তু তার হাতে সময় ছিলনা বলে আমাকে বলে গিয়েছিল যে কিউবির অফিসে গিয়েই যেন এ ব্যাপারে বিস্তারিত জেনে আসি।
যদিও কিউবি এখনও বগুড়াতে অফিসিয়ালী আসেনি আর ওদের কাছে গেলে যত্তসব তেল মারা কথা বার্তা শুনতে হবে তাই ভাবলাম আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিই। যেহেতু আমি কিউবির ৫১২ স্পিডের "স্কাই" প্যাকেজ নিতে চাই। তাই এটার ব্যাপারেই আমার বিস্তারিত তথ্য দরকার।
যদিও ঐ প্যাকেজে "ফেয়ার ইউজেস পলিসি (FUP)" আছে। আর তাই আমি যতদূর জানি আমি যদি মাসিক ৩০ গিগার উপরে ডাটা ব্যবহার করি তো আমার স্পিড ১২৮ হয়ে যাবে।
অর্থ্যাৎ ৩০ গিগা ব্যবহার না করা পর্যন্ত আমি "ফুপ" এ পড়বনা। কিন্তু এই ব্লগের এক বড়ভাই বললেন যে, আমি যদি প্রতিদিন ৪৭০ মেগার উপরে ব্যবহার করি, তাহলেও আমি ফুপে পড়ে যাব!!! এ ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই।
আমি কিউবির শাটল মডেম নিতে চাই!! এটা কি ভালো হবে? যদিও গিগাসেট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আগেই এত টাকা খরচ করতে চাচ্ছিনা। তবে সার্ভিস ভালো পেলে ভালো কিছু ব্যবহার করব নেট কানেকশন শেয়ারিং এর জন্য।
আপনারা যারা কিউবি ব্যবহার করতেন বা এখনো ব্যবহার করছেন- তারা কি কি সমস্যায় পড়েছিলেন বা এখনো পড়ছেন?? কিছুদিন আগেও ব্লগে কিউবি কে নিয়ে বেশ হৈচৈ পড়ে গিয়েছিল।
তাই এ ব্যাপারে একটু আপডেট ফিডব্যাক চাই।
আমি যদি কিউবির ৫১২ স্কাই প্যাকেজটা নিই তবে আপলোড স্পিড কত পাব??
আমার নেটে সাধারনত "ভিডিও চ্যাটিং" " হার্ডকোর ডাউনলোড" এবং টুকিটাকি ব্রাউজিং করি। সেই সাথে সাম্প্রতিক সময়ে কিছু টিউটোরিয়াল ভিডিও এর জন্য ইউটিউব ব্যবহার করা খুব জরুরী হয়ে গেছে। বাফারিং ছাড়া ইউটিউবের ভিডিও দেখতে কি এই ৫১২ প্যাকেজটা কার্যকর? নাকি কোন সমস্যায় পড়ে যাব?
-------আমি বুঝতে পারছিনা কিউবির নেট কানেকশন নেওয়ার আগে এদের ব্যাপারে আরো কি কি তথ্য জানা প্রয়োজন। তবে আপাতত মনে যেসব প্রশ্ন জেগেছে তা জিজ্ঞাসা করলাম।
ঐগুলো ছাড়াও যদি আরো কিছু জানার দরকার হয় যেটার ব্যাপারে প্রশ্ন করতে পারিনি, আশা করছি সেগুলোও আপনারা জানাবেন। ধন্যবাদ আপনাদের। আশা করছি ভালো থাকবেন।
*************************************************
(আমার ব্যক্তিগত প্রয়োজনের খাতিরে এই পোষ্টটা মনে হয় "রিপোষ্ট" করার দরকার হতে পারে। আশা করছি ব্যাপারটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।
) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।