আমাদের কথা খুঁজে নিন

   

কিউবির ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর ১৮ জুন ওই পরোয়ানা জারি করলেও গণমাধ্যমকর্মীরা তা জানতে পারেন বৃহস্পতিবার।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন, কিউবির চেয়ারম্যান সঞ্জীব আহুজা, পরিচালক ডেমিয়েন রিড, মার্টিন হ্যারিম্যান, পল গ্রেগরি ফ্রাঙ্কলিন, স্টিফেন জেরার্ড অলিভ ও ইমরান হোসেইন।
পাকিস্তানি নাগরিক ইমরান হোসেন কিউবির অর্থবিষয়ক কর্মকর্তা। জয়েন্ট স্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দিয়ে ঠকানোর অভিযোগে গতবছরের ২০ মার্চ আটজনকে আসামি করে দুটি মামলা করেন টেলিপোর্ট বাংলাদেশ লিমিটেডের সেক্রেটারি নূরুল আবসার। মামলায় কিউবির ৩০ শতাংশের মালিকানা দাবি করে প্রতিষ্ঠানটি।

ওই মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আদালত। বৃহস্পতিবার বাদীর আইনজীবী ব্যারিস্টর মোহাম্মদ নাসের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১৬ মে তারিখে আসামিদের আদালতে তলব করা হয়েছিল।
তিনি জানান, মামলার অপর আসামি কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি মবস আদালত থেকে জামিন নিলেও অনুমতি ছাড়াই বাংলাদেশের বাইরে চলে গেছেন। জেরি মবস এখন মোজাম্বিকে অবস্থান করছেন।
“জেরি মবস আদালতে হাজির না হওয়ায় গত ১৮ জুন তারিখে তার বিরুদ্ধে কেন কারণ দর্শাতে বলা হবে না সে ব্যাপারে তার আইনজীবীকে ব্যাখ্যা করতে বলে আদালত ।


মামলার নথিপত্রে দেখা যায়, অপর আরো একজন আসামি ওই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ফয়সাল হায়দার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিচ্ছেন।
মামলা দুটির মধ্যে একটিতে অভিযোগ করা হয়েছে যে আসামিরা পরস্পর যোগসাজসে আইন ভেঙে জয়েন্টস্টক কোম্পানিতে মিথ্যা তথ্য দিয়েছেন।
অপর মামলার অভিযোগটি হচ্ছে, আসামিরা ২০০৯ সালের ব্যালেন্স শিটে লাভক্ষতির হিসাব অনুমোদন না করিয়েই তা জয়েন্ট স্টক কোম্পানিতে দাখিল করেছেন।
২০০৮ সালে বিটিআরসির কাছ থেকে অয়্যারলেস ব্রডব্যান্ড ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়ার পরের বছর ঢাকায় কার্যক্রম শুরু করে কিউবি।
নেদারল্যান্ডসের অজের হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান কিউবি বাংলাদেশ ছাড়াও পাকিস্তানে ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দিচ্ছে।

বিশ্বখ্যত টেলিকম কোম্পানি অরেঞ্জের সাবেক প্রধান নির্বাহী সঞ্জীব আহুজা অজেরের অন্যতম প্রতিষ্ঠাতা ও অংশীদার।
দুই মামলার আসামিপক্ষের আইনজীবীরা হলেন ব্যারিস্টার তানজীব উল আলম ও অ্যাডভোকেট কাজী নজীবুল্লাহ হীরু।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।