আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি বলছে টিপাইমুখে বাঁধের প্রতিবাদে সরকারের সঙ্গে থাকবে -এটাকি মসকরা করলেন জনগণের সাথে ?

Digital Bangladesh Warriors - fb.com/openbd তাহলে এই ইস্যুতে কালই সংসদে যান। সংসদ অলরেডি চলছে, জানেন তো ? আমরাও আপনাদের সংঙ্গে আছি। কিন্তু তা করবেন কেন ? আপনারা সবাই তো আছেন নিজের নিজের ধান্দায়। আপনাদের ক্রিয়াশিল প্রেষনা যেটা আছে ওটা দেশপ্রেম না, ওটা গনিমতের মালের প্রতি লোভ। খালেদা জিয়া খবরঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দেশের প্রধানমন্ত্রীর কিছু দিন আগে দেখা হয়েছে।

এর পরই টিপাইমুখে বাঁধ দেওয়া হচ্ছে। টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার কোনো প্রতিবাদ করেনি। তাহলে এ সরকার জনগণের সরকার কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘বাঁধ দেওয়া নিয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করলে আমরাও আপনাদের সঙ্গে প্রতিবাদ করব।

তাই টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু নেই। ’ আজ মঙ্গলবার ঢাকার ধামরাই উপজেলা সদরে হার্ডিঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন। খালেদা জিয়া বলেন, দেশ আজ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে।

দেশের মানুষ আজ দুবেলা খেতে পারছে না। বিদ্যুত্, গ্যাস, পানির সংযোগ বন্ধ রাখা হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। আর এসবের মাধ্যমেই সরকার প্রমাণ করেছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই যেকোনো মূল্যেই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।

সংসদের খবরঃ সংসদ অধিবেশন আজ ফের শুরু। টানা ২৩ দিন মুলতবি থাকার পর জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ রবিবার ২০ নভেম্বর ২০১১, ৬ অগ্রহায়ন ১৪১৮ আবার বসছে। বিকেল চারটায় স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরম্ন হবে। নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন গত ২০ অক্টোবর শুরু হয়। মাত্র ৬ কার্যদিবস চলার পর গত ২৭ অক্টোবর অধিবেশন মুলতবি করা হয়।

সংসদের কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নবেম্বর পর্যনত্ম মুলতবি করার কথা থাকলেও ঈদের কারণে অধিবেশন ২০ নবেম্বর বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়। আগামী ২৫ নবেম্বর এ অধিবেশন শেষ হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। বিগত অধিবেশনের মতো এবারও সংসদ অধিবেশন বর্জন অব্যাহত রেখেছে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সংসদ সদস্যরা। চলতি অধিবেশনে বিরোধী দলের যোগদানের কোন সম্ভাবনা নেই বলে বিএনপির সংসদীয় দলের পৰ থেকে নিশ্চিত করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি ২০১২ সালের প্রথম অধিবেশন শুরম্ন হতে পারে।

বছরের প্রথমেই এ অধিবেশন হওয়ায় সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী প্রথম দিনই জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ জিলস্নুর রহমান। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, আগামী অধিবেশনেও বিএনপি যোগ দেবে কিনা তা চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতির ভাষণ তাঁরা বর্জন করতে পারে এমন প্রাথমিক সিদ্ধান্ত এসেছে দলটির হাইকমান্ড থেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.