আমাদের কথা খুঁজে নিন

   

আপডেট FROM BDGEEKS : নতুন ৩৫ টা পিএইচপি আর ১৫ টা জাভার পুরাপুরি বাংলা ভিডিও টিউটোরিয়াল নিয়া হাজির!

গত কয়েকদিন নেট কানেকশান নিয়া ব্যাপক ঝামেলায় ছিলাম তাই টিউটোরিয়ালও বানাইতে পারি নাই ঠিক মতো যাও বানাইছি তাও আপলোড করতে পারি নাই! তাই কয়েক মাস পরে একবারে সব নিয়া হাজির হইলাম! প্রথমত যারা আগের ইউজার তারা সবাই মোটামুটি অবাক হইবেন কারন সাইটের পুরা কনস্ট্রাকশনে ব্যাপক পরিবর্তন আনা হইছে! জানি না কার কতটুকু ভালো লাগবে কিন্তু আপনারা তো আমারে চিনেনই আপনাগো অভিযোগ বলেন আর পরামর্শ বলেন এগুলাই আমারে ইন্সপায়ার করে তাই কারো যেই কোনো কথা থাকলে প্লিজ একটা মেইল করবেন জাস্ট! এড্রেসতো জানেনই তাও আবার দিলাম! আর যারা নতুন আসবেন তাদের জন্য বলি আমার মতে সাইটের লুকটা আগের থাইকা ভালো হইছে তারপরও যদি আপনাদের ভালো না লাগে এবং কিভাবে আরো সুন্দর করা যায় এই বিষয়ে কোনো কথা থাকে জানাবেন নি:সংকোচে! যা যা নতুন: ১.হোমপেজ ডিজাইন! ২.ইউজার রেজিস্ট্রেশন ও লগিন সিস্টেম।(বামপাশে লগিন নামে ১ টা ছোট্টো বাটন আছে ক্লিক করলে লগিন ট্রে বাইর হয়া আইবো ঐখানে রেগিস্টার নামে বাটন আছে ঐটায় ক্লিক কইরা রেজিস্ট্রেশন পেজে যাইতে পারবেন..রেজিস্টার করতে ভুলবেন না যেনো! তায়লে চেনা মুখগুলারে আরো চেনা করতে সুবিধা হয় আমার) ৩.ভিডিওতে কমেন্ট ও লাইক অপশন যে কোও সমস্যা বা পরামর্শ জানানো এখন আরো সোজা! আর আপনাদের ভালো লাগা বা না লাগা জানানোর সহজ উপায়! ৪.ফেসবুক শেয়ারিং অপশন! আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আগেও ছিলো এখনো তাই আপনারা জাস্ট কস্ট করে শেয়ার করবেন! হয়তো এমন অনেকে আছে আপনাদের মতো শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করলে হয়তো অনেক কাজে লাগবে হয়তো কোনো কাজেই লাগবে না কিন্তু তারপরও একটু কস্ট করে শেয়ার করে দেবেন! আর শেয়ারিং এর ঝামেলার হাত থেকে বাচানোর জন্যই ফেসবুক শেয়ারিং অপশন এড করলাম! এখন শুধু ভিডিওর নিচে ফেসবুকের যে ছোট্টো আইকনটা আছে তাতে ক্লিক করুন আর শেয়ার করুন ভিডিওটি! পিএইচপি এর টিউটোরিয়াল সেকশানেই আমি মাইএসকিউএলের ভিডিও গুলা দিছি যদি কেউ চান তায়লে আলাদা ক্যাটাগরি তে দিতে পারি কিন্তু আমি মনে করি একসাথে থাকাই ভালো! আপনারে ভিডিও গুলা দেখলেই বুঝবেন ক্যান একসাথে থাকা উচিত! সবার অনেক আভিযোগ অনেক পরামর্শ অনেক আর্জি ছিলো কিন্তু আমি তো আপনাগো ভাই বেরাদার তাই নিজ গুনে ক্ষমা করবেন! আর নতুন গুলা জানাইতে ভুলবেন না!! নতুনরা পুরা কাহিনী জানতে ক্লিক করেন! Click This Link আর সাইটের লিংক http://bdgeeks.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.