নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক ব্লগ মানে আজ আর শুধু একটা ওয়েব-পেইজ নয়। ব্লগ মানে কিছু মানুষের হাসি-কান্না, ভালোবাসার বিনিময়। সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর প্ল্যাটফরম। এখানে এসে হাসি। আবার এখানে এসে কষ্টটা সবাইকে জানাই।
এ যেনো একটা নেশা। শুধু লিখেই ক্ষান্ত হয়না ব্লগাররা। দেশের অনেক দুঃসময়ে তারা গর্জে উঠেছে। মানুষের জন্য, একতার বন্ধনে আবদ্ধ হয়েছে। আজকে আমার প্রিয় মানুষটির কোন সমস্যা হলে, সাহায্যের হাত বাড়াতে আপনাদের কাছেই আসবো।
আমি জানি, আমরা বন্ধু। আমরা,আমাদের কাছের জন। আমাদের সম্পর্ক ব্লগের পাতায় যাই থাকুক,বিপদে আমরা পাশাপাশি সহাবস্থান নেবো। আমাদের এই পারষ্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কেউ যদি ব্যাবসা খুলে বসে, সেটা প্রতিহত করার দায়িত্ব আমার-আপনার। সময় সবার ভালো যায়না।
বিপদ বলে-কয়ে আসেনা। কাল হয়তো, আপনারও সাহায্য লাগতে পারে। আমারও লাগতে পারে। কিন্তু সেদিন যদি, আমরা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেই? এগিয়ে না আসি? ব্যাক্তিগতভাবে কারো কিছু যায় আসবেনা। কিন্তু যিনি বিপদগ্রস্থ, তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
এতসব কথা বলার কারন, সামুতে সাহায্যের জন্য হাত বাড়ানোর পোষ্ট অনেক এসেছে। অনেকে তাদের প্রিয়জনকে সুস্থভাবে ফিরে পেয়েছেন। ব্লগাররা মানবিক। বন্ধুত্বসুলভ। আমরা আমাদের কোন বন্ধুকে প্রিয়জনহারা হতে দেবোনা।
ব্লগার রোজলিন এরকম একটা সহযোগিতার পোষ্ট দেন। তারপর সবাই এগিয়ে আসে। ব্লগাররা তাদের হাত বাড়িয়ে দেন। কিন্তু, আজ তারা বিভ্রান্ত। আমি খালি চোখে দেখতে পাই, রোজলিন এক প্রতারক চক্রের নাম।
ব্লগাররা তার কাছ থেকে, অসুস্থ ব্যাক্তির হালনাগাদ খবর চান। কিন্তু তিনি তা কৌশলে এড়িয়ে যাচ্ছেন। ফালতু আলাপ করছেন। অথচ, স্বামীর খবর জানতে চাইলেই নানা বাহানা। কেউ জানতে চেয়ে কমেন্ট করলে, তাকে ব্লক করে দিচ্ছেন।
পোষ্টের পর পোষ্ট দিচ্ছেন। কিন্তু স্বামী সম্পর্কে বিশ্বাসযোগ্য কোন কথা বলছেননা। কেনো? কেনো এই লুকোচুরি?
এভাবে,চলতে থাকলে আর কেউ এগিয়ে আসবেনা। রোজলিন যদি প্রতারক হয়, তার কঠোর শাস্তি হতে হবে। ভবিষ্যতে আর কেউ যেনো, মানুষের আবেগ নিয়ে প্রতাতনা না করতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।