প্রদীপ হালদার,জাতিস্মর। সবার জন্য আমি অপেক্ষা করে আছি। কখন দেখা পাবো। অপেক্ষা করতে করতে যখন আমি অস্থির হয়ে উঠি তখনই তোমার দেখা পাই। সবার জন্য আমি অপেক্ষা করি অথচ আমার জন্য কেউ বোধ হয় অপেক্ষা করে না।
কেনই বা অপেক্ষা করবে। আমি তো তাদের কোন কাজে লাগবো না।
সবাই মুখ ফিরিয়ে নিলেও আমার জন্ম হবার পর থেকে একজন আমার জন্য অপেক্ষা করে বসে আছে। সে আমার সাথে দেখা করতে চায়। আমি তাকে সময় দিতে পারি নি।
সে সব সময় আমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে। আমি দেখা করছি না বলে সে রেগে যাচ্ছে না। সে অপেক্ষা করছে কেবল আমার জন্য। আমি বুঝি সে আমায় ভীষণ ভালোবাসে। আমার সাথে দেখা না করে সে যাবে না।
সে কে ? কি তার পরিচয় ?
শুনেছি আমার জন্ম হবার পর থেকে সে আমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে। আম সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে তাকে আমার কাছে আসতে বলতে পারছি না।
তাই তাকে বলে পাঠিয়েছি যে যখন আমার আর কোন কাজ থাকবে না কিংবা তুমি ছাড়া আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না তখন তুমি আমার সাথে দেখা করো।
আমার জন্য আর অপেক্ষা করো না। দেখা করো।
সে দেখা করলো। সে হলো মৃত্যু। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।