আমাদের কথা খুঁজে নিন

   

শুরুর কথা

সাধারন মানুষের কথামালা এক বন্ধুর মাধ্যমে সামুর সাথে পরিচয়। প্রথম যখন নেট ব্যবহার করা শুরু করি সেই সময়। ফেসবুক ও বিভিন্ন সাইটে আজাইরা গুঁতাগুঁতি করে সময় যায়। তো সেই বন্ধু সময় কাটানোর জন্য আমারে এই সাইট দেখায়া দেয়। তারপর থেকে ব্লগ পড়া শুরু করি।

প্রথম পড়া ব্লগটি ছিল আস্তিক-নাস্তিক ক্যাচাল/প্যাঁচাল। ব্লগার আকাশপাগ্লা অথবা আমড়া গাছের ঢেঁকি লিখিত ব্লগ। প্রথমে বুঝি নাই। তিনি বিজ্ঞান বিষয়ক শিরোনাম দিয়েছিলেন তাই ভিতরে ঢুকছিলাম। লেখাটা ভালই লাগল।

কিন্তু মন্তব্যে দেখি গালাগালির বন্যা। আমি আবার ক্যাচাল করতে না পারলেও দেখতে/ পড়তে ভালবাসি। আমার সামু যাত্রা শুরু হল। প্রথমে ক্যাচাল-গালাগালি দিয়ে শুরু হলেও ব্লগে অসম্ভব সুন্দর কিছু গল্প পরার সুযোগ হয়। সেই সাথে ছিল টেঁকি বিষয়ক বিভিন্ন ব্লগ, আমার প্রিয় কিন্তু খুঁজে না পাওয়া গানের লিঙ্ক।

তাই সামুর ফ্যান হয়ে যাই। এসব বল্গে কমেন্ট করতে মন চায়। তাই প্রথম পরিচয়ের প্রায় তিন-চার মাস পর এই নিকটা খুলি। কিন্তু বিধিবাম করতিপক্ষ তো কমেন্ট করতে দেয় না আবার আমি তো লেখকও নয়। এক মাসের মত সময় পার হওয়ার পর বিরক্ত হয়ে লগ আউট করলাম।

এরপর বিভিন্ন কাজে ব্যাস্ত ছিলাম তাই বল্গে মাঝেমাঝে আসলেও লগইন করা হয় নি। তারপর আজ ব্লগে ঢুকে দেখি আমি আজো ওয়াচে। সময় পার হয়েছে ১ বছর ৪ মাস। ভাবছি এখন থেকে নিয়মিত হবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।