যা চাই আমি তা ভুল করে চাই, যা পাই আমি তা চাইনা
আজ বাংলাদেশ নিজ দেশের মাটিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতের বিপক্ষে খেলছে (খানিকটা দেখেছি, শচীন রানআউট হয়েছে)। আর সিরিয়াস-ব্লগিং শুরু করলাম আমি আজ থেকে। এর আগে বিভিন্ন জায়গায় একটু আধটু লেখা-ঝোকা করেছি বটে, তবে নিয়মিত লেখার মন বা সময় কোনওটাই করে উঠতে পারিনি।
খেলা অবশ্যই আরও দেখবো, আশায় থাকবো আমার দেশ আজকের খেলায় জিতবে, এবং এই বিশ্বকাপে যত দূর যাওয়া যায় যাবে।
বাড়িতে মা, বাবা খেলা দেখছেন; হলের টিভি রুমে বন্ধুরা আর মেন রাস্তার পাশে চায়ের দোকানে চেনা অচেনা অনেকেই, সবার মুখের অভিব্যক্তি আমি আমার নিজের অনুভূতি থেকে বুঝতে পারি। দেশপ্রেমে আজ জাতি বিভেদহীন।
কেন যে মনোভাবের এই অংশটুকু সারা জীবন মনে থাকেনা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।